shono
Advertisement

চোটের জন্য অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই শ্রেয়স আইয়ার, বদলে কে খেলবেন?

একের পর এক চোট ধাক্কা দিচ্ছে ভারতীয় শিবিরকে।
Posted: 10:30 AM Feb 02, 2023Updated: 10:36 AM Feb 02, 2023

স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহু আলোচিত টেস্ট সিরিজ শুরুর বাকি আর দিন আটেক। আর তার আগেই ফের ধাক্কা খেয়ে গেল রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা প্রথম টেস্টে ভারত পাবে না মিডল অর্ডারের ভরসা যোগ‌্য ব‌্যাটার শ্রেয়স আইয়ারকে।

Advertisement

আসলে পিঠের চোটের কারণে নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে গত ওয়ান ডে সিরিজ খেলতে পারেননি মুম্বইকর। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে (NCA) তাঁর রিহ‌্যাব চলছে। খবর যা, তাঁর পিঠের চোট এখনও সারেনি। আরও সময় লাগবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। গত এক দেড় বছরে আইয়ার (Sreyash Iyer) ভারতের মিডল-অর্ডারের অন্যতম ভরসার জায়গা হিসাবে উঠে এসেছেন। বিশেষ করে টেস্ট এবং ওয়ানডে দলে। আসলে এই মুম্বইকর স্পিনটা খুব ভাল খেলে দেন। নাগপুরের পিচে সেটা ভীষণ দরকার। এই ম্যাচে আইয়ারের না থাকাটা ভারতের জন্য বিরাট ধাক্কা।

[আরও পড়ুন: ধানবাদ অগ্নিকাণ্ড: নিজে ঝলসে গিয়েও সন্তানকে বাঁচানোর আকুতি, মেয়েকে বুকে জড়িয়ে অগ্নিদগ্ধ মা]

টিমের মুখ‌্য পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যে প্রথম দু’টো টেস্টে খেলতে পারবেন না, সেটা ভারত অধিনায়ক রোহিত শর্মা দিন কয়েক আগে বলে দিয়েছিলেন। দুর্ঘটনার জন্য টেস্ট দলে ভারতের এক্স ফ্যাক্টর হিসাবে পরিচিত ঋষভ পন্থকেও (Rishabh Pant) পাওয়া যাচ্ছে না অজি সিরিজে। তাঁর বদলে সম্ভবত অভিষেক করবেন কোনা ভরত। ছ’নম্বরে ব্যাট করবেন তিনি। উইকেটরক্ষক হিসাবে এই মুহূর্তে তিনিই ভারতের সেরা বিকল্প। এবার আইয়ারও নেই। কেকেআর অধিনায়ক না থাকায় ভারতের মিডল-অর্ডারে আরও একটা জায়গা ফাঁকা হয়ে গেল।

[আরও পড়ুন: শেয়ার বাজারে রক্তক্ষয়, মুখ বাঁচাতে FPO প্রত্যাহার করল আদানি গোষ্ঠী, টাকা ফেরত বিনিয়োগকারীদের]

শ্রেয়সের টেস্ট কেরিয়ার সংক্ষিপ্ত হলে কী হবে, ধারাবাহিক ভাবে টেস্টে ভাল খেলেছেন তিনি। এখন যা পরিস্থিতি, তাতে শুভমান গিলকে (Subhman Gill) খেলানো হতে পারে মিডল অর্ডারে। সূর্যকুমার যাদবের আগে। আসলে সূর্যকুমার যাদব টি-২০ ক্রিকেটে ভাল পারফর্ম করলেও ওয়ানডেতে তেমন নজর কাড়তে পারেননি। তাই ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে তাঁকে খেলানো নিয়ে অনেকের মনে সংশয় আছে। অন্যদিকে শুভমন গিল এখন স্বপ্নের ফর্মে। অতীতে টেস্ট ক্রিকেটে ভাল করেছেন তিনি। তবে সেটা টপ-অর্ডারে ব্যাট করে। কিন্তু এই মুহূর্তে ভারতের টপ-অর্ডার একেবারে ঠাসা। ওপেন করবেন অধিনায়ক রোহিত এবং সহ-অধিনায়ক রাহুল। তিনে পুজারা, চারে বিরাট। ফলে জায়গা ফাঁকা শুধু পাঁচে। সম্ভবত পাঁচ নম্বরের সেই জায়গাটা পাচ্ছেন গিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement