shono
Advertisement

ভাঙল বাকিংহাম প্যালেসের রীতি, পাগড়ি পরেই মহড়া সারলেন শিখ জওয়ান

তাঁর অবদান অনুপ্রাণিত করবে অনেককে, আশা এই ভারতীয় বংশোদ্ভূতের৷ The post ভাঙল বাকিংহাম প্যালেসের রীতি, পাগড়ি পরেই মহড়া সারলেন শিখ জওয়ান appeared first on Sangbad Pratidin.
Posted: 04:16 PM Jun 10, 2018Updated: 04:46 PM Jun 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার, দিনটা ছিল রানি এলিজাবেথের জন্মদিন৷ ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসে দিনটি ঐতিহ্যের সঙ্গে উদযাপন করা হয়৷ অনুষ্ঠানে যোগদান করেন রাজ পরিবার-সহ বিশিষ্ট আমন্ত্রিতরা৷ আর এই দিনেই নয়া ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সেনার জওয়ান চরণপ্রীত সিং লাল৷ ব্রিটেনের রাজমহলের কোল্ডস্ট্রিম গার্ডের অন্তর্গত এই জওয়ান ভাঙলেন দীর্ঘদিনের প্রথা৷ তিনি মহড়ায় অংশগ্রহণ করলেন শিখ ঐতিহ্য বজায় রেখে, পাগড়ি পরে৷ বছর বাইশের চরণপ্রীত সিং লাল মাথায় তুললেন না বাহিনীর জন্য নির্দিষ্ট করে রাখা সেনার টুপি৷

Advertisement

[পাকিস্তানকে কড়া বার্তা, সাংহাই সামিটে কাছাকাছি মোদি-জিনপিং]

ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে নিজের সম্প্রদায়ের ঐতিহ্য বজার রেখে অংশগ্রহণ করতে পেরে খুশি ভারতীয় বংশোদ্ভূত এই জওয়ান৷ ইতিহাসের পাতায় নাম তুলেছেন একথা নিজেও জানেন চরণপ্রীত৷ পাশাপাশি আশা প্রকাশ করেন, কেবল শিখ নয় এবার থেকে অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের আরও মানুষও যোগদান করতে ইচ্ছুক হবেন সেনা বাহিনীতে৷ তাঁকে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদও জানান চরণপ্রীত সিং লাল৷

[তালিবানি নাশকতা থেকে বাঁচতে অনলাইন ব্যবসায় মন দিচ্ছেন আফগানরা]

প্রসঙ্গত, ছোটবেলাতেই পরিবারের সঙ্গে ভারত থেকে ব্রিটেনে চলে যান চরণপ্রীত সিং লাল৷ ২০১৬-তে তিনি যোগদান করেন ব্রিটিশ সেনা বাহিনীতে৷ ব্রিটিশ রাজমহলের কোল্ডস্ট্রিম গার্ডের ফার্স্ট ব্যাটালিয়নে নিয়োগ করা হয়েছে তাঁকে৷ নিজের তৈরি করা নজিরে খুশি চরণপ্রীত৷ তাঁর আশা, কেবল তিনি নন, এই প্রাপ্তিতে গর্ববোধ করবেন অনেকে৷

The post ভাঙল বাকিংহাম প্যালেসের রীতি, পাগড়ি পরেই মহড়া সারলেন শিখ জওয়ান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement