shono
Advertisement

ঘরোয়া এই পাঁচ উপায়েই মিলবে নখকুনি থেকে মুক্তি

নখ হলুদ হয়ে যাওয়ার সমস্যা অনেকেরই থাকে৷ চলতি কথায় যাতে বলে নখকুনি৷ হাতের নখের থেকেও পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায়৷ কারণ পায়ের নখকে অনেক বেশি ধুলো, মাটি, ঘাম, জল সহ্য করতে হয়৷ যার ফলে ছত্রাক বাসা বাঁধে৷ The post ঘরোয়া এই পাঁচ উপায়েই মিলবে নখকুনি থেকে মুক্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:41 PM Jun 18, 2016Updated: 04:00 PM Feb 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেরই ধারণা পেডিকিওর করলে নখের যত্ন নেওয়া হয়৷ রাস্তা-ঘাটে ঘোরাঘুরির ফলে নখের মধ্যে যে ময়লা জমা হয়ে থাকে, তা ভালভাবে পরিষ্কার করতে মাসের শেষে বিউটি পার্লারে পৌঁছে যান অনেক মহিলা ও পুরুষ৷ কিন্তু জেনে রাখা ভাল, এই পেডিকিওর আপনার নখের ভাল নয়, বরং ক্ষতিই করে৷ এর থেকে কিন্তু নখকুনিও হতে পারে৷ তাই এখনই সাবধান হয়ে যান! ঠিক পদ্ধতিতে জেনে শুনে নখের যত্ন নিন৷
নখ হলুদ হয়ে যাওয়ার সমস্যা অনেকেরই থাকে৷ চলতি কথায় যাতে বলে নখকুনি৷ হাতের নখের থেকেও পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায়৷ কারণ পায়ের নখকে অনেক বেশি ধুলো, মাটি, ঘাম, জল সহ্য করতে হয়৷ যার ফলে ছত্রাক বাসা বাঁধে৷ খালি পায়ে সুইমিং পুলের জলে বেশি স্নান করলেও এই রোগ হতে পারে৷ অনেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খারাপ হয়ে যাওয়া নখের জন্য স্পোরানক্স বা ল্যামিসির মতো মলম ব্যবহার করে থাকেন৷ যদিও তা বেশ খরচ সাপেক্ষ৷ তাহলে কীভাবে নিজের নখের যত্ন নেবেন? কীভাবেই বা নখের হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন? এই প্রতিবেদনে রইল কিছু সহজ উপায়৷

Advertisement


১. ভিক্স ভ্যাপো রাব – মাথা ধরলে এই বামটি অনেকবারই হয়তো ব্যবহার করেছেন৷ খারাপ নখকে সুস্থ করে তুলতেও এটি বেশ পারদর্শী৷ সমীক্ষা করে দেখা গিয়েছে, ৮৩ শতাংশ মানুষ, যাঁরা প্রতিদিন অন্তত একবার হলুদ হয়ে যাওয়া নখে এটি লাগান, তাঁরা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন৷


২. ভিনিগার ও লিস্টারিন – লিস্টারিনে মেন্থল থাকে৷ আর ভিনিগারে যে ছত্রাক জমা হতে পারে না, তা সকলেরই জানা৷ তাই এই দু’টির মিশ্রণ রোজ পায়ের নখে ঘণ্টাখানেক লাগিয়ে রাখতে পারলেই উপকৃত হবেন৷


৩. ভুট্টা গুড়ো – ঘরোয়া উপায়ে নখকুনি সারানোর সহজতম পদ্ধতি৷ গ্যাস জ্বালিয়ে ভুট্টার গুড়োকে একটি প্যানে ঢেলে গরম করুন৷ তাতে জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন৷ ঠান্ডা হলে সেই পেস্ট পায়ের নখে লাগিয়ে নিন৷ সপ্তাহে একবার করলেই ফল পাবেন৷


৪. চা গাছের তেল – চা গাছের থেকে তৈরি হওয়া তেলও ছত্রাক দমনে সাহায্য করে৷ নখে জমে থাকা ছত্রাকের বাসা সরাতে এই তেল বেশ উপকারী৷


৫. ইউরিয়া পেস্ট – ইউরিয়া ছত্রাক মারে৷ তাই ইউরিয়া রয়েছে এমন ক্রিম নখের খারাপ হওয়া অংশে লাগাতে পারেন৷ তার উপর দিয়ে মিরানেলের মতো অ্যান্টি-ফাঙ্গাল কোনও ক্রিম লাগিয়ে পাকে কিছুক্ষণ বিশ্রাম দিন৷ তাতেও কাজ হবে৷ তবে ক্রিম ব্যবহারের আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন৷

The post ঘরোয়া এই পাঁচ উপায়েই মিলবে নখকুনি থেকে মুক্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement