shono
Advertisement

Breaking News

এসে গেল ৬০ এমপি ক্যামেরা, ১৮ জিবি র‍্যামের স্মার্টফোন

সঙ্গে ৬.৪ ইঞ্চির ফোর-কে ডিসপ্লে৷ The post এসে গেল ৬০ এমপি ক্যামেরা, ১৮ জিবি র‍্যামের স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:34 PM Sep 07, 2016Updated: 04:43 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Turing Phone Cadenza-র পর আরেকটি নতুন স্মার্টফোন প্রকাশ্যে আনল টিউরিং রোবোটিকস ইন্ডাস্ট্রিজ৷ স্মার্টফোনটির নাম Monolith Chaconne৷

Advertisement

এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফোর-কে ডিসপ্লে, রেজোলিউশন ২১৬০x৩৮৪০৷ বাজারচলতি অন্যান্য স্মার্টফোনের মতো একটি নয়, এই ফোনে রয়েছে তিন তিনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ সিপিইউ, সঙ্গে ১৮ জিবি র‍্যাম৷ ইন্টারনাল মেমোরি ১.২ টিবি (১ টিবি=১০২৪ জিবি)৷ ইউজাররা দু’টি মাইক্রো এসডি কার্ড ইনস্টল করতে পারবেন৷

Monolith Chaconne-এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে সংস্থার নিজস্ব Swordfish OS৷ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স৷ ৬০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় IMAX 6K প্রযুক্তিতে ভিডিও রেকর্ডিং করা যাবে৷ ডুয়াল ফ্রন্ট ক্যামেরা ২০ এমপি-র৷ একটি স্মার্টফোনে একসঙ্গে চারটি সিম কার্ড ইনস্টল করা যাবে৷ ব্যাটারি ১০০ ওয়াট আওয়ার্স-এর৷ হ্যান্ডসেটটি বাজারে আসতে পারে ২০১৮ সাল নাগাদ!

গত সপ্তাহেই ‘ভয়েস অন’ টেকনোলজি-সহ Turing Phone Cadenza প্রকাশ্যে এনেছিল সংস্থাটি৷ ওই ফোনে রয়েছে ৫.৮ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে, রেজোলিউশন ১৪৪০x২৫৬০৷ একটি নয়, ওই স্মার্টফোনে রয়েছে দু’টি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ সিপিউ, সঙ্গে ১২ জিবি র‍্যাম৷ Turing Phone Cadenza-র ইন্টারনাল স্টোরেজ ১ টিবি, অর্থাৎ ১০২৪ জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে আরও ৫০০ জিবি স্টোরেজ জুড়ে দেওয়া যাবে৷ ওই হ্যান্ডসেটটিরও প্রোটোটাইপ তৈরি হয়েছে, বাজারে আসতে আরও এক বছর দেরি রয়েছে৷

(এই সুপার স্মার্টফোনে রয়েছে ১২ জিবি র‍্যাম, ১ টিবি স্টোরেজ)

The post এসে গেল ৬০ এমপি ক্যামেরা, ১৮ জিবি র‍্যামের স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement