shono
Advertisement

স্বাধীনতা দিবসের আগে সোপিয়ানে বড়সড় হামলা জঙ্গিদের, শহিদ ২ জওয়ান

নিকেশ এক জঙ্গি, বাকিদের পালাতে সাহায্য করছে স্থানীয় বাসিন্দাদের একাংশ। The post স্বাধীনতা দিবসের আগে সোপিয়ানে বড়সড় হামলা জঙ্গিদের, শহিদ ২ জওয়ান appeared first on Sangbad Pratidin.
Posted: 10:56 AM Aug 13, 2017Updated: 05:28 AM Aug 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে ভারতে বড় মাপের নাশকতা চালাতে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। শনিবার রাতে সেরকমই এক নাশকতার ছক বানচাল করে দিল ভারতীয় সেনা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এক জঙ্গিকে নিকেশ করল কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী। মৃত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। রবিবার সকালেও চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন, আহত আরও তিনজন।

Advertisement


সেনার এক মুখপাত্র জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের অবনীর গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে চিরুনি তল্লাশিতে নামে সেনা। গ্রামটি চারপাশ ঘিরে ফেলে জঙ্গিদের ক্রমশ কোণঠাসা করে ফেলা হয়। ফাঁদে পড়েছে বুঝতে পেরে জঙ্গিরা পালটা গুলি চালাতে শুরু করে। জঙ্গিদের গুলিতে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন-সহ মোট পাঁচজন জওয়ান আহত হন। আহতদের উদ্ধার করে ৯২ বেস ক্যাম্পের কাছে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুই জওয়ান মারা যান। বাকিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জঙ্গিদের খোঁজে তল্লাশি এখনও জারি রয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। চলছে গুলির লড়াই।

[এক ফুট লম্বা আঙুল, গ্রামবাসীদের কাছে ‘শয়তান’ বলে পরিচিত এই কিশোর]

কাশ্মীরের আইজিপি মুনির খান স্থানীয় এক সংবাদপত্রকে জানিয়েছেন, সোপিয়ানে একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আসে পুলিশের কন্ট্রোল রুমে। স্থানীয় পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে জঙ্গিরা আতঙ্কিত হয়ে গুলি চালাতে শুরু করে। পুলিশ মনে করছে, কর্ডন ভেঙে পালানোর ছক কষতেই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। তবে কোনওমতেই হামলাকারীরা পালাতে পারবে না বলে আশ্বস্ত করেছেন মুনির খান। তাঁর দাবি, পুলিশের বিরুদ্ধে পাথর ছুড়ে জঙ্গিদের পালাতে সাহায্য করছে স্থানীয় একদল বাসিন্দা। তাদের রুখতে পুলিশ টিয়ার গ্যাস ও পেলেট গান ব্যবহার করছে। অন্যদিকে, উত্তর কাশ্মীরের বান্দিপোরায় সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে দু’জন পুলিশকর্মী আহত হয়েছেন। শ্রীনগরে জঙ্গিদের ছোড়া পেট্রল বোমার আঘাতে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

[ডোকলামের দখল পেতে চিনের হাতিয়ার ‘থ্রি ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি’]

The post স্বাধীনতা দিবসের আগে সোপিয়ানে বড়সড় হামলা জঙ্গিদের, শহিদ ২ জওয়ান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement