সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুতই আপনার ১২ সংখ্যার আধার কার্ড নম্বরই হতে চলেছে আপনার সিঙ্গল পয়েন্ট পেমেন্ট অ্যাড্রেস৷
ভারতীয় ডাকঘরের নয়া পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা বাণিজ্যিকভাবে চালু হয়ে গেলে দেশের প্রায় ১১২ কোটি মানুষ শুধুমাত্র আধার কার্ড নম্বর ব্যবহার করেই নগদহীন লেনদেন করতে পারবেন৷ তাঁদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘লিঙ্কড’ থাকুক বা না থাকুক৷
(আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!)
ভারতীয় ডাকঘরের সিইও এ পি সিং একটি সর্বভারতীয় সংবাদপত্রকে জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র আধার কার্ড নম্বর কোনও পেমেন্ট অ্যাড্রেস নয়৷ কিন্তু এবছরের সেপ্টেম্বর থেকে পেমেন্টস ব্যাঙ্ক চালু হয়ে গেলে সেটাই বাস্তব হয়ে উঠবে৷ প্রাথমিক পর্যায়ে দেশের ৬৫০টি জেলায় নগদহীন লেনদেন ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করে তুলতে বাণিজ্যিকভাবে চালু হবে পেমেন্টস ব্যাঙ্ক৷
নয়া ব্যবস্থা চালু হয়ে গেলে যে কোনও আধার কার্ডধারী ব্যক্তি, সে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, তাঁর লেনদেনে আর কোনও বাধা থাকবে না৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ পাঁচটি ব্যাঙ্কের সঙ্গে এই বিষয়ে চুক্তি হয়েছে ডাকঘরের৷ এই মুহূর্তে ৪০ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড জুড়েছেন ভারতীয়রা৷ সিং বলছেন, “পোস্টম্যানরা বাড়ি বাড়ি ঘুরে ব্যাঙ্কিং পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দেবেন৷”
ভারতীয় ডাকঘরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পেটিএম এখনও পেমেন্ট ব্যাঙ্ক চালু করে উঠতে না পারলেও আরেক টেলিকম সংস্থা এয়ারটেল কিন্তু ওই পরিষেবা ইতিমধ্যেই চালু করে ফেলেছে৷ লোভনীয় সুদের হারে ও বিস্তৃত নেটওয়ার্কের সহায়্তায় সেই পরিষেবা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে৷
(এবার প্রভিডেন্ট ফান্ডেও বাধ্যতামূলক আধার কার্ড)
The post এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও লেনদেন করা যাবে আধারের সাহায্যে appeared first on Sangbad Pratidin.