shono
Advertisement

এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও লেনদেন করা যাবে আধারের সাহায্যে

উদ্যোগ ভারতীয় ডাকঘরের৷ The post এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও লেনদেন করা যাবে আধারের সাহায্যে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:15 PM Feb 21, 2017Updated: 07:45 AM Feb 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুতই আপনার ১২ সংখ্যার আধার কার্ড নম্বরই হতে চলেছে আপনার সিঙ্গল পয়েন্ট পেমেন্ট অ্যাড্রেস৷

Advertisement

ভারতীয় ডাকঘরের নয়া পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা বাণিজ্যিকভাবে চালু হয়ে গেলে দেশের প্রায় ১১২ কোটি মানুষ শুধুমাত্র আধার কার্ড নম্বর ব্যবহার করেই নগদহীন লেনদেন করতে পারবেন৷ তাঁদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘লিঙ্কড’ থাকুক বা না থাকুক৷

(আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!)

ভারতীয় ডাকঘরের সিইও এ পি সিং একটি সর্বভারতীয় সংবাদপত্রকে জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র আধার কার্ড নম্বর কোনও পেমেন্ট অ্যাড্রেস নয়৷ কিন্তু এবছরের সেপ্টেম্বর থেকে পেমেন্টস ব্যাঙ্ক চালু হয়ে গেলে সেটাই বাস্তব হয়ে উঠবে৷ প্রাথমিক পর্যায়ে দেশের ৬৫০টি জেলায় নগদহীন লেনদেন ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করে তুলতে বাণিজ্যিকভাবে চালু হবে পেমেন্টস ব্যাঙ্ক৷

নয়া ব্যবস্থা চালু হয়ে গেলে যে কোনও আধার কার্ডধারী ব্যক্তি, সে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, তাঁর লেনদেনে আর কোনও বাধা থাকবে না৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ পাঁচটি ব্যাঙ্কের সঙ্গে এই বিষয়ে চুক্তি হয়েছে ডাকঘরের৷ এই মুহূর্তে ৪০ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড জুড়েছেন ভারতীয়রা৷ সিং বলছেন, “পোস্টম্যানরা বাড়ি বাড়ি ঘুরে ব্যাঙ্কিং পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দেবেন৷”

ভারতীয় ডাকঘরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পেটিএম এখনও পেমেন্ট ব্যাঙ্ক চালু করে উঠতে না পারলেও আরেক টেলিকম সংস্থা এয়ারটেল কিন্তু ওই পরিষেবা ইতিমধ্যেই চালু করে ফেলেছে৷ লোভনীয় সুদের হারে ও বিস্তৃত নেটওয়ার্কের সহায়্তায় সেই পরিষেবা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে৷

(এবার প্রভিডেন্ট ফান্ডেও বাধ্যতামূলক আধার কার্ড)

The post এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও লেনদেন করা যাবে আধারের সাহায্যে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement