shono
Advertisement
Sourav Ganguly

মহারাজের মানবিক রূপ! ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন সৌরভ

গত বছর ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন প্রাক্তন ভারত অধিনায়ক।
Published By: Subhajit MandalPosted: 03:23 PM Sep 25, 2024Updated: 04:45 PM Sep 25, 2024

প্রণব সরকার, আগরতলা: ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। প্রতিবেশী রাজ্যে বন্যা কবলিতদের জন্য প্রচুর ত্রাণ সামগ্রী পাঠালেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। সে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন।

Advertisement

বুধবার গীতাঞ্জলি গেস্ট হাউজ পরিসর থেকে সবুজ পতাকা নাড়িয়ে ত্রাণ সামগ্রী বোঝাই গাড়িগুলিকে ফ্ল্যাগ অফ করে বিভিন্ন জেলার উদ্দেশ্যে পাঠানো শুরু করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সৌরভের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে জামা-কাপড়, খাবার দাবারের পাশাপাশি ওষুধ ও অন্যান্য সামগ্রী রয়েছে।

এবারের ত্রিপুরায় বন্যায় ৩৬ জনের প্রাণহানি হয়েছে। রাজ্য সরকারের দাবি, সব মিলিয়ে বন্যায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। গত তিন দশকে এরকম ভয়াবহ বন্যা দেখেনি ত্রিপুরাবাসী। ছোট রাজ্য ত্রিপুরা। জনসংখ্যা ৪০ লক্ষের মতো। এর মধ্যে প্রায় ১৭ লক্ষ মানুষ কোনও না কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

ত্রিপুরার এ হেন বিপদের দিনে পাশে দাঁড়ালেন সৌরভ। গত বছর ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন প্রাক্তন ভারত অধিনায়ক। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রচারের জন্য বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি। এবার ত্রিপুরা দেখল মহারাজের মানবিক রূপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়।
  • প্রতিবেশী রাজ্যে বন্যা কবলিতদের জন্য প্রচুর ত্রাণ সামগ্রী পাঠালেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।
  • সে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন।
Advertisement