shono
Advertisement

Weather Update: শ্রাবণের অর্ধেক পার, ভ্যাপসা গরমে নাজেহাল, কবে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ?

বিক্ষিপ্ত বৃষ্টি হলেও শ্রাবণের ধারা এখনও অধরাই।
Posted: 11:33 AM Aug 04, 2022Updated: 11:34 AM Aug 04, 2022

নব্যেন্দু হাজরা: শ্রাবণ মাসের অর্ধেক পার অথচ এখনও দক্ষিণবঙ্গ বিশেষত কলকাতায় বর্ষার দেখা নেই। মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও শ্রাবণের ধারা এখনও অধরাই। ভরা বর্ষাকালে ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে শহরবাসীর। উলটো দিকে প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা। কবে রেহাই এমন অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী? কবে আবার টানা বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ? উত্তরবঙ্গেই বা কবে থামবে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস (Weather Update)?

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায়ও (Kolkata) বৃষ্টির সম্ভাবনাও কমছে। তবে মেঘ-রোদের লুকোচুরি চলবে। কোথাও মেঘলা আকাশ তো কোথাও বা আংশিক মেঘলা আকাশ থাকবে। মৌসুমী অক্ষরেখা গতকাল দীঘার উপর থাকলেও আজ তা সরে ওড়িশার বালাসোর এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে বৃষ্টির সম্ভাবনাও কমেছে।

[আরও পড়ুন: আগেও ৭৫ লক্ষ টাকা হাতবদল হয়েছে কলকাতায়, ঝাড়খণ্ড কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।। কলকাতার তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। মোটের উপর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদলের সম্ভাবনা বেশ কম। মাঝেমধ্যে দু-এক পশলা বৃষ্টি কমাতে পারে অস্বস্তি।

গত কয়েকদিন ভারী বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। তবে আপাতত বৃষ্টি কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। শুক্রবারও আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে দু এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

ভারী বৃষ্টি হবে দক্ষিণ ভারতের বেশকিছু এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় রায়েলসীমাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কাল কেরলে মাহেঘাট পর্বতমালা এলাকায় এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

[আরও পড়ুন: ‘স্যর কিছু খাননি?’ ইডি হেফাজতেও নিয়মিত পার্থর খোঁজ নিচ্ছেন অর্পিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement