shono
Advertisement

এখনই দল ছাড়ছেন না, জল্পনা ওড়ালেন অভিমানী শোভন

'তৃণমূল কারও পৈতৃক সম্পত্তি নয়', দলের প্রতি তাঁর দায়িত্ব আছে বলে জানান প্রাক্তন মেয়র। The post এখনই দল ছাড়ছেন না, জল্পনা ওড়ালেন অভিমানী শোভন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:55 PM Mar 13, 2019Updated: 07:55 PM Mar 13, 2019

অভিরূপ দাস: ‘তৃণমূল কারও পৈতৃক সম্পত্তি নয়, দলের প্রতি আমারও দায়িত্ব রয়েছে৷ অনেকেই বলছেন আমি দল ছেড়ে দেব৷ কিন্তু তেমনটা নয়৷ এই মুহূর্তে আমি কোনও দলের হয়েই প্রচার করছি না৷’ তৃণমূল ছাড়ার জল্পনা উড়িয়ে বুধবার এমনই জানালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ স্পষ্ট করলেন বিজেপি কেন, বর্তমানে অন্য কোনও দলেই যোগ দেওয়ার সম্ভাবনা নেই তাঁর৷ ‘যে দলের হাতে আক্রান্ত হয়েছেন, তাঁকে নিজের দল ভাবতে খারাপ লাগছে না?’ প্রশ্নের উত্তরে বিস্ফোরক মতামত দেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ বলেন, ‘‘তৃণমূল কোনও একজন মানুষের দল নয়৷ বহু মানুষের রক্ত-ঘাম জড়িয়ে রয়েছে এই দলে৷’’

Advertisement

[‘বাংলার মানুষ ব্যালটে জবাব দেবে’, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার ]

রায়চকের প্রসঙ্গে টেনে শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘গতকাল ও পরশু যা ঘটেছে তাতে আমি মর্মাহত৷ এই জিনিসও আমাকে দেখতে হবে, আমি ভাবতে পারিনি৷ যা ঘটেছে তা কখনই অভিপ্রেত নয়৷’’ পাশে থাকার জন্য সিপিএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্রের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি৷ অধ্যাপিকা বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে এদিন আরও একবার মুখ খুলতে শোনা যায় প্রাক্তন দমকল মন্ত্রীকে৷ তিনি বলেন, ‘‘বৈশাখি আমার বিপদের দিনের বন্ধু৷ ওকে আমি কোনও ভাবেই অস্বীকার করতে পারব না৷ ও যেভাবে আমাকে সাহায্য করেছে, তা অকল্পনীয়৷ আমি চাই, আমার সঙ্গে যা ঘটেছে, তা যেন আমার অতি বড় শত্রুর সঙ্গেও না ঘটে৷’

[‘আপাতত বিজেপিতে যাচ্ছি না’, জল্পনা ওড়ালেন বৈশাখি]

কেবল শোভন চট্টোপাধ্যায়ই নন, এদিন সাংবাদিক সম্মেলন করে ‘আপাতত’ বিজেপিতে যাওয়ার জল্পনায় জল ঢালেন মেয়রের বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি বলেন, ‘আপাতত বিজেপিতে যাচ্ছি না’৷ তবে জিইয়ে রাখেন, আগামী দিনে রাজনীতিতে আসার জল্পনা৷ জানান, ‘আজ যাচ্ছি না মানে, আগামী দিনে যাব না এমনটাও নয়৷’ বৈশাখি বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নেন যে, তাঁর সঙ্গে বিজেপির তরফে যোগাযোগ করা হয়েছিল৷ কোনও বিজেপি নেতার নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘গত ২ মার্চ এক বিজেপি নেতা আমাকে ফোন করেন৷ বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন৷ সময় নিয়ে ভাবনা-চিন্তা করে আমাকে মতামত জানাতে বলেন৷ কিন্তু আমি আপাতত যাচ্ছি না৷’ তিনি অভিযোগ করেন, ‘ডায়মন্ড হারবার থেকে তিনি প্রার্থী হতে পারেন, কেবলমাত্র এই আশঙ্কা থেকেই তাঁর উপরে হামলা হয়েছে৷ যা ঠিক নয়৷’

The post এখনই দল ছাড়ছেন না, জল্পনা ওড়ালেন অভিমানী শোভন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement