অভিরূপ দাস: ‘তৃণমূল কারও পৈতৃক সম্পত্তি নয়, দলের প্রতি আমারও দায়িত্ব রয়েছে৷ অনেকেই বলছেন আমি দল ছেড়ে দেব৷ কিন্তু তেমনটা নয়৷ এই মুহূর্তে আমি কোনও দলের হয়েই প্রচার করছি না৷’ তৃণমূল ছাড়ার জল্পনা উড়িয়ে বুধবার এমনই জানালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ স্পষ্ট করলেন বিজেপি কেন, বর্তমানে অন্য কোনও দলেই যোগ দেওয়ার সম্ভাবনা নেই তাঁর৷ ‘যে দলের হাতে আক্রান্ত হয়েছেন, তাঁকে নিজের দল ভাবতে খারাপ লাগছে না?’ প্রশ্নের উত্তরে বিস্ফোরক মতামত দেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ বলেন, ‘‘তৃণমূল কোনও একজন মানুষের দল নয়৷ বহু মানুষের রক্ত-ঘাম জড়িয়ে রয়েছে এই দলে৷’’
[‘বাংলার মানুষ ব্যালটে জবাব দেবে’, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার ]
রায়চকের প্রসঙ্গে টেনে শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘গতকাল ও পরশু যা ঘটেছে তাতে আমি মর্মাহত৷ এই জিনিসও আমাকে দেখতে হবে, আমি ভাবতে পারিনি৷ যা ঘটেছে তা কখনই অভিপ্রেত নয়৷’’ পাশে থাকার জন্য সিপিএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্রের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি৷ অধ্যাপিকা বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে এদিন আরও একবার মুখ খুলতে শোনা যায় প্রাক্তন দমকল মন্ত্রীকে৷ তিনি বলেন, ‘‘বৈশাখি আমার বিপদের দিনের বন্ধু৷ ওকে আমি কোনও ভাবেই অস্বীকার করতে পারব না৷ ও যেভাবে আমাকে সাহায্য করেছে, তা অকল্পনীয়৷ আমি চাই, আমার সঙ্গে যা ঘটেছে, তা যেন আমার অতি বড় শত্রুর সঙ্গেও না ঘটে৷’
[‘আপাতত বিজেপিতে যাচ্ছি না’, জল্পনা ওড়ালেন বৈশাখি]
কেবল শোভন চট্টোপাধ্যায়ই নন, এদিন সাংবাদিক সম্মেলন করে ‘আপাতত’ বিজেপিতে যাওয়ার জল্পনায় জল ঢালেন মেয়রের বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি বলেন, ‘আপাতত বিজেপিতে যাচ্ছি না’৷ তবে জিইয়ে রাখেন, আগামী দিনে রাজনীতিতে আসার জল্পনা৷ জানান, ‘আজ যাচ্ছি না মানে, আগামী দিনে যাব না এমনটাও নয়৷’ বৈশাখি বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নেন যে, তাঁর সঙ্গে বিজেপির তরফে যোগাযোগ করা হয়েছিল৷ কোনও বিজেপি নেতার নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘গত ২ মার্চ এক বিজেপি নেতা আমাকে ফোন করেন৷ বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন৷ সময় নিয়ে ভাবনা-চিন্তা করে আমাকে মতামত জানাতে বলেন৷ কিন্তু আমি আপাতত যাচ্ছি না৷’ তিনি অভিযোগ করেন, ‘ডায়মন্ড হারবার থেকে তিনি প্রার্থী হতে পারেন, কেবলমাত্র এই আশঙ্কা থেকেই তাঁর উপরে হামলা হয়েছে৷ যা ঠিক নয়৷’
The post এখনই দল ছাড়ছেন না, জল্পনা ওড়ালেন অভিমানী শোভন appeared first on Sangbad Pratidin.