সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে ভারতীয় ফুটবলের রোডম্যাপ ঠিক করতে গিয়ে ‘ভিশন ২০৪৭’ প্রকাশ করে ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করে এই ভিশন ২০৪৭ (Vision 2047) সফল করার জন্য যাবতীয় সাহায্যর প্রতিশ্রুতি দেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সচিব উইন্ডসর জন।
বুধবার এএফসির সচিব উইন্ডসর জন যখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন, তখন উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ। সঙ্গে সাইয়ের ডিজি সন্দীপ প্রধান। এর আগে ভারতীয় ফুটবল ফেডারেশন কর্তারা যখন রোডম্যাপ প্রকাশ করেছিলেন, তখন থেকেই এই বিষয়টি নিয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়ে আসছেন এএফসি সচিব। এদিন আলোচনার সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সামনেই এএফসি (AFC) সচিব ফেডারেশনের ভিশন ২০৪৭-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে আশা করব, ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িত সবাই একসঙ্গে এই প্রকল্পটিকে সফল করার কাজ করবেন।’
[আরও পড়ুন: ‘চলুন একজোট হয়ে শহীদদের স্বপ্ন পূরণ করি’, দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা মোদির]
একই সঙ্গে এই ভিশন ২০৪৭ সফল করার জন্য এএফসির তরফে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে বলেন, ‘‘আশা করব, ভারতীয় ফুটবল এতটাই উন্নতি করবে অচিরেই তা এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দেশ হবে।’’ ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, ‘‘ভারতীয় ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এএফসি সচিব সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।’ আর ফেডারেশন সচিব সাজি প্রভাকরণ বলেন, ‘‘আমাদের রোডম্যাপ নিয়ে এএফসির মতামত ভীষণই পজিটিভ। ভারতীয় ফুটবলের সম্ভাবনা নিয়ে এএফসি সব সময়েই ভীষণ আত্মবিশ্বাসী।’’
জানা গিয়েছে, বরাবরই ভারতীয় ফুটবলের উন্নতির প্রতি উৎসাহী ফেডারেশনের নয়া সচিব উন্ডসর জন। এদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সদর্থক ভূমিকা নেবে ভিশন ২০৪৭, সেরকমই মত এশিয়ান ফুটবল ফেডারেশনের।