সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত জাতীয় দল থেকে বাদ। ঘরোয়া মরশুম শুরু হয়নি। তবুও শিরোনামে অম্বাতি রায়ডু। কোনও ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের জন্য নয়, হায়দরাবাদি এই ক্রিকেটার খবরের শিরোনামে নিজের অভব্য আচরণের জন্য। বৃহস্পতিবার এমনই একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জোরে গাড়ি চালানোর প্রতিবাদ করায় এক পথচারীর সঙ্গে গায়ে হাত তুলেছেন রায়ডু।
[জানেন কবে, কোথায় অনুষ্ঠিত হবে দলীপ ট্রফির খেলা?]
সম্প্রতি সংবাদসংস্থা এএনআই-ও ওই ভিডিওটি প্রকাশ করেছে। ভিডিও-য় দেখা যাচ্ছে, জোরে গাড়ি চালানোর অভিযোগে এক প্রবীণ ব্যক্তিপ্রতিবাদ জানালে তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় রায়ডুর। গাড়ি থেকে হঠাৎ করেই নেমে এসে তাঁর উপর চড়াও হন রায়ডু। এমনকী ওই ব্যক্তির গায়ে হাতও তোলেন। পালটা মারেন ওই পথচারীও। যদিও এরপরই উপস্থিত অন্যান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ঝামেলা মিটে যায়। জানা গিয়েছে, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যাওয়ার পথে বেশ জোরেই গাড়ি চালাচ্ছিলেন রায়াডু। আর তাঁর খারাপ ভাবে গাড়ি চালানোটার বিরোধিতা করেন ওই বয়স্ক ব্যক্তি। এরপরই দুজনের মধ্যে বচসা শুরু হয়। যা পরবর্তীকালে হাতাহাতিতে পরিণত হয়।
[জানেন, কেন ভারতীয় সমর্থকদের কাছে ট্রোলড হলেন রণতুঙ্গা?]
এই ঘটনার পরই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি। সমালোচনায় মুখর হয়েছেন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা উইকেটকিপার ব্যাটসম্যানের। প্রসঙ্গত, দেশের হয়ে ৩৪টি ওয়ানডে ম্যাচ খেলা রায়াডু আপাতত জাতীয় দল থেকে ব্রাত্য। ভারতের হয়ে গত ১৫ জুন জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচটি খেলেছেন তিনি।
[গড়াপেটার অভিযোগে পাঁচ বছরের জন্য নির্বাসিত এই পাক ক্রিকেটার]
The post পথচারীর সঙ্গে প্রবল হাতাহাতিতে জড়িয়ে বিতর্কে এই ভারতীয় ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.
