shono
Advertisement
Anwar Ali

শনিবার ISL অভিযান শুরু ইস্টবেঙ্গলের, চুক্তিভঙ্গ বিতর্কের মধ্যেই প্র্যাকটিসে আনোয়ার

বুধবার ঘরের মাঠে ঘণ্টা দেড়েক প্র্যাকটিস করে ইস্টবেঙ্গল।
Published By: Kishore GhoshPosted: 10:47 AM Sep 12, 2024Updated: 07:54 PM Sep 12, 2024

স্টাফ রিপোর্টার: একদিন আগেই জানা গিয়েছে, মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গ সংক্রান্ত ইস্যুতে চার মাস নির্বাসিত করা হয়েছে আনোয়ার আলিকে (Anwar Ali)। ফলে আপাতত ইস্টবেঙ্গলের হয়ে তাঁর আইএসএল খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এরমধ্যেই বুধবার বিকালে লাল-হলুদ জার্সিতে অনুশীলনে নেমে পড়লেন এই তরুণ ডিফেন্ডার।

Advertisement

জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে মঙ্গলবারই কলকাতা ফিরেছেন আনোয়ার-সহ পাঁচ লাল-হলুদ ফুটবলার। এদিন থেকে ফের ক্লাবের অনুশীলনে নামলেন নাওরেম মহেশ সিং, নন্দকুমাররা। ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এবার আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ঘণ্টা দেড়েক প্র্যাকটিস করে ইস্টবেঙ্গল।

 

[আরও পড়ুন: শিখদের পাগড়ি নিয়ে মন্তব্যের জের, দিল্লিতে রাহুল-সোনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ

সূত্রের খবর, এদিন দলের সঙ্গে বল পায়ে অনুশীলন করেন চোট পাওয়া সাইড ব্যাক মহম্মদ রাকিপ। যদিও প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম। বৃহস্পতিবার বিকালের বিমানে বেঙ্গালুরু যাবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, আনোয়ারের সঙ্গে শাস্তি পেয়েছে লাল-হলুদও। দু’টো ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়েছে তাদের। এ প্রসঙ্গে শীর্ষকর্তা দেবব্রত সরকারের বক্তব্য, “এই শাস্তির ব্যাখ্যা চেয়েছি। সেটা হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। ক্লাব ক্লাবের শাস্তি নিয়ে পদক্ষেপ করবে। আনোয়ার, দিল্লি এফসি ওদের শাস্তি নিয়ে পদক্ষেপ করবে।” 

 

[আরও পড়ুন: ‘জিত পাক্কা সমঝো’, হরিয়ানায় মনোনয়ন দিয়ে প্রত্যয়ী ভিনেশ, কংগ্রেসের দ্বিতীয় প্রার্থীতালিকায় চমক

এদিকে, বৃহস্পতিবার কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ কাস্টমস। চোটের জন্য এই ম্যাচে নেই আজাদ সাহিম।

আজ কলকাতা লিগে
ইস্টবেঙ্গল বনাম কাস্টমস
দুপুর ৩.০০, ইস্টবেঙ্গল মাঠ
জি ২৪ ঘণ্টা নেটওয়ার্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে মঙ্গলবারই কলকাতা ফিরেছেন আনোয়ার-সহ পাঁচ লাল-হলুদ ফুটবলার।
  • বৃহস্পতিবার কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল।
Advertisement