সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে সোমবার গভীর রাতে গোয়ায় পা রেখেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। প্রতিপক্ষ এফসি গোয়া। কিন্তু এই ম্যাচ খেলতে আসেননি আল নাসেরের সেরা ফুটবলার এবং পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
২২ অক্টোবর ম্যাচটি গোয়াতে অনুষ্ঠিত হবে। এফসি গোয়ার এটি হোম ম্যাচ। গোয়ার টিম ম্যানেজমেন্ট ভীষণভাবেই চেয়েছিলেন এই ম্যাচে যেন আল নাসেরের হয়ে রোনাল্ডো মাঠে নামেন। গোয়ার তরফে একাধিকবার অনুরোধও করা হয়েছিল আল নাসেরকে। যাতে তাদের গোয়াগামী দলে যেন পর্তুগালের মহাতারকা থাকেন। কিন্তু শত অনুরোধেও সিদ্ধান্ত বদল হয়নি রোনাল্ডোর।
এখনও পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসের দু'টি ম্যাচ খেলেছে। রোনাল্ডো খেলতে আসবেন, এই ভাবনা থেকে ম্যাচের সব টিকিট বিক্রিও হয়ে গিয়েছে। আসলে রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের যে চুক্তি আছে, তাতে পরিষ্কার লেখা রয়েছে, সৌদি আরবের বাইরে ম্যাচে হলে কোন ম্যাচে রোনাল্ডো খেলবেন বা কোন ম্যাচে খেলবেন না, তা ঠিক করবেন স্বয়ং সিআর সেভেন। রোনাল্ডো এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে। সেভাবেই নিজেকে প্রস্তুতও করছেন পর্তুগিজ মহাতারকা।
প্রসঙ্গত, ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গোয়ায় আসার কথা ছিল রোনাল্ডোর ম্যানেজার এবং নিরাপত্তা আধিকারিকের। গত সপ্তাহেই গোয়ায় পৌঁছয় রোনাল্ডোর টিম। কিন্তু শেষ পর্যন্ত ভারতে খেলতে এলেন না পর্তুগিজ মহাতারকা। আগামীকাল বুধবার ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হওয়ার কথা আল নাসরের। তবে রোনাল্ডো না এলেও এফসি গোয়ার বিরুদ্ধে খেলবেন সাদিও মানে। ভারতে নেমেই ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন তিনি। ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আল নাসের।
