সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হয়তো এবারের আইপিএলই (IPL) শেষ। ক্রিকেট, তোমাকে এবার দিলাম ছুটি বলে দেবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাই দেশের যে প্রান্তেই তিনি খেলতে যাচ্ছেন, সেই প্রান্তেই ধোনির জন্য ধ্বনি উঠছে। প্রবল জনসমর্থন পাচ্ছেন চেন্নাই সুপার কিংস (CSK) অধিনায়ক। ইডেন গার্ডেন্স দেখেছিল হলুদ জার্সির ভিড়। জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামও তাই। সেখানেও হলুদ জার্সি পরে স্টেডিয়াম ভর্তি করেছিলেন দর্শকরা।
রাজস্থান রয়্যালসের কাছে ৩২ রানে হার মেনেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ধোনির জন্য ভালবাসার অভাব ছিল না। খেলার শেষে সাংবাদিক বৈঠকে জয়পুরের সঙ্গে ধোনির রোম্যান্সের কাহিনি শোনান স্বয়ং সিএসকে অধিনায়ক। প্রাক্তন ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপই প্রশ্ন করেন ধোনিকে। জানতে চান জয়পুরে খেলার অভিজ্ঞতার কথা।
[আরও পড়ুন: যৌন হেনস্তায় অভিযোগকারীর পাশে দাঁড়ানোর জের, পিটি ঊষাকে তীব্র আক্রমণ মহুয়া-প্রিয়াঙ্কার]
২০০৫ সালে জয়পুরে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ধোনি। আর ওই ইনিংস জাতীয় দলে ধোনির জায়গা পাকা করে। সাংবাদিক বৈঠকে ধোনি বলেন, ”ভক্তরা চিরকাল আমাকে ধাওয়া করবে। জয়পুর আমার কাছে স্পেশ্যাল ভেন্যু। বিশাখাপত্তনমে আমি প্রথম সেঞ্চুরি করি। এই শতরান জাতীয় দলে দশটা ম্যাচের জন্য আমার জায়গা পাকা করে। কিন্তু জয়পুরের ১৮৩ রান আরও একবছরের জন্য জাতীয় দলে আমার জায়গা নিশ্চিত করে। এটা দারুণ ভেন্যু। আমার হৃদয়ের কাছাকাছি। এখানে খেলতে এসে ভাল লাগছে।”
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দু’টি ম্যাচই জিতল রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ে ৩ রানে সিএসকে-কে হারিয়েছিল রাজস্থান। বৃহস্পতিবারের ম্যাচে বড় ব্যবধানেই হার মানল সিএসকে। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২০২ রান করে। জবাবে রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস থেমে যায় ৬ উইকেটে ১৭০ রানে।