shono
Advertisement

পেনাল্টি মিস করেও বিরল রেকর্ড রোনাল্ডোর, তবুও ট্রোলড মহাতারকা

ইউসেবিও, ফিগোদেরও এমন রেকর্ড নেই! The post পেনাল্টি মিস করেও বিরল রেকর্ড রোনাল্ডোর, তবুও ট্রোলড মহাতারকা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:41 PM Jun 26, 2018Updated: 05:11 PM Jun 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেনাল্ডো। ফের একবার নেটদুনিয়ায় ভাইরাল এই শব্দ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এখন নামেই ডেকে কটাক্ষ করছেন নেটিজেনরা। দেশের জার্সিতে ৮৫টি গোল। ৫টি ব্যালন ডি’ওর রয়েছে তাঁর ট্রফি ক্যাবিনেটে। বছর দুই আগেই ইউরো কাপ জিতেছেন। এহেন মহাতারকারও যে দিন খারাপ যায় তার প্রমাণ মিলেছে সোমবার রাতে। ইরানের বিরুদ্ধে পেনাল্টি মিস করে ফুটবল দুনিয়ায় রাতারাতি হিরো থেকে ভিলেন হয়ে গিয়েছেন। দেশ অবশ্য ম্যাচ ড্র করে পরের পর্বে চলে গিয়েছে। কিন্তু ফুটবল দেবতার এহেন ভুল? ক্ষমা করতে পারছে না গোটা বিশ্ব। চলতি বিশ্বকাপে তাঁর সমসাময়িক প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লিওনেল মেসি আইসল্যান্ডের সঙ্গে ম্যাচে মহা গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করে শিরোনামে উঠে এসেছিলেন। নেটদুনিয়ায় ট্রোলড হয়েছিলেন বার্সা তারকা। মশকরা করার দলে ছিল রোনাল্ডো ভক্তরাও। এবার তাঁদেরই ‘ঈশ্বর’ পেনাল্টি মিস করলেন। লজ্জায় মাথা কাটা গিয়েছে সিআর সেভেন ভক্তদের। আর জ্বালা জুড়িয়েছে মেসি অনুরাগীদের। কিন্তু পেনাল্টি মিস করেও দেশের জার্সিতে বিরল রেকর্ডের অধিকারী হয়ে গেলেন রোনাল্ডো। কী সেই বিরল নজির? পর্তুগিজ অধিনায়ক দেশের প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে পেনাল্টি মিস করার নজির গড়লেন।

Advertisement

[জীবনের সেরা প্রাপ্তি, রোনাল্ডোর পেনাল্টি আটকে শিরোনামে ইরানের গোলকিপার]

গোটা ম্যাচে আধিপত্য বজায়। মাঝমাঠে সারাক্ষণ বলের দখল। বল পজেশন, পাসিংয়ের সংখ্যায় ইরানের চেয়ে বহুগুণে এগিয়ে থেকেও ফুটবল বিশ্ব কুর্নিশ আদায় করতে পারেনি পর্তুগাল। কেন? কারণ, ম্যাচের শেষলগ্নে ইরানের মরিয়া লড়াই। জিতলেই ইতিহাস গড়তেন কার্লোস কুইরোজের ছেলেরা। কিন্তু ম্যাচ ড্র হওয়ায় চোখের জলে মাঠ ছাড়তে হয় তাঁদের। অন্যদিকে, পর্তুগাল শেষ ষোলোয় উঠলেও রোনাল্ডোর পেনাল্টি মিস মেনে নিতে পারছেন না দেশবাসী। শুধু পর্তুগালই নয়, এমনটা বিশ্বাসই করতে পারছেন না তামাম ফুটবলপ্রেমীরা। রিকার্ডো কারেসমার ‘ক্যারিশম্যাটিক’ গোলও রোনাল্ডোকে কটাক্ষের শিকার হওয়া থেকে বাঁচাতে পারল না। মেসির মতোই লাগাতার আক্রমণ চলছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, মহাতারকার পেনাল্টি শট বাঁচিয়ে দেশে হিরো ইরানের গোলকিপার আলিরেজা বেইরানভান্দ। একসময় ফুটবলের জন্য ঘর ছেড়েছিলেন। রাস্তায় শুয়েও কাটাতে হয়েছে বহু রাত। সেই আলিরেজাই এখন ইরানের জাতীয় নায়ক। পেনাল্টি বাঁচিয়ে বল জাপটে শুয়ে থাকার দৃশ্য ভাইরাল। যুদ্ধজয়ের স্বস্তির এই ছবি অনেক অনুপ্রেরণা দেয়। ডেভিড যেমন গোলিয়াথকে হারিয়ে তৃপ্তি পেয়েছিল সেরকমই। তবে, রোনাল্ডোর পেনাল্টি মিস ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে একটু স্বস্তি দেবে। কারণ, ৫টি গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে কেনের পিছনেই রোনাল্ডো ও লুকাকু। অনেকেই বলছেন, হ্যারিকে সুবিধা করে দিতেই নাকি পেনাল্টি মিস করেছেন রোনাল্ডো। এই ধরনের নানা ঠাট্টায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।

[পেনাল্টি মিস রোনাল্ডোর, ইরানের সঙ্গে ড্র করে নক-আউটে পর্তুগাল]

The post পেনাল্টি মিস করেও বিরল রেকর্ড রোনাল্ডোর, তবুও ট্রোলড মহাতারকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার