Advertisement

ঘর গোছাচ্ছে ATK Mohun Bagan, কার্ল ম্যাকহিউজের সঙ্গে চুক্তি বাড়াল সবুজ-মেরুন

07:08 PM Jul 16, 2021 |

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলবদলের বাজারে একের পর এক চমক দিয়ে চলেছে এটিকে-মোহনবাগান (ATK Mohun Bagan)। পড়শি ক্লাব এসসি ইস্টবেঙ্গল যেখানে এখনও স্পনসর-ক্লাব দ্বন্দ্বে নাজেহাল সেখানে সবুজ-মেরুনের লক্ষ্য এখন শুধুই দলকে শক্তিশালী করা। সেই লক্ষ্যে এবার দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার কার্ল ম্যাকহিউজের (Carl McHugh) সঙ্গে চুক্তি একবছর বাড়িয়ে নিল গতবারের রানার্স-আপরা।

Advertisement

এটিক মোহনবাগানের তরফে শুক্রবার এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, “কার্ল ম্যাকহিউজ আগামী মরশুমে এটিকে মোহনবাগানেই থাকছেন। এই নিয়ে টানা ৩ বার অ্যান্তোনিও লোপেজ হাবাসের (Antonio López Habas) কোচিংয়ের খেলবেন ম্যাকহিউজ। আইরিশ এই মিডিওর সুবিধা হল, তিনি অনেক পজিশনে খেলতে পারেন। সেন্ট্রাল ডিফেন্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, লেফট ব্যাক সব পজিশনেই সাবলীল তিনি। গত মরশুমেও বেশিরভাগ ম্যাচে হাবাসের দলের ভরসা ছিলেন তিনি।” চুক্তি বৃদ্ধির পর ম্যাকহিউজ বলছেন,”ক্লাব ম্যানেজমেন্ট আমাকে চেয়েছে, নতুন চুক্তিতে সই করিয়েছে। আমি খুশি। সামনে লম্বা মরশুম। সেখানে নিজের সেরাটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ট্রফি জেতার জন্য অন্য ফুটবলারদের মতো আমিও মুখিয়ে থাকি। গতবছর পারিনি। এবছর সব ট্রফি জিততে চাই।”

[আরও পড়ুন: ইগর স্টিমাচকে ফের এক বছরের জন্য সুনীলদের কোচ করতে চলেছে AIFF]

প্রসঙ্গত, ম্যাকহিউজের চুক্তি বাড়ানোর আগে একাধিক বড় চমক দিয়েছে সবুজ মেরুন শিবির। ইতিমধ্যেই তাঁরা সই করিয়েছে ফিনল্যান্ডের মিডিও জনি কাউকোকে। যিনি কিনা ইউরো কাপ ২০২০ খেলে সরাসরি খেলবেন এটিকে মোহনবাগানের জার্সিতে। কাউকোর পাশাপাশি সবুজ-মেরুন শিবির সই করিয়েছে গতবছরের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির অন্যতম সেরা তারকা হুগো বুমোসকে। যদিও, গত মরশুমে দলে থাকা এডুকে ছেড়ে দিয়েছে হাবাস ব্রিগেড। আবার বিদ্যাসাগর সিং, অমরিন্দর সিংয়ের মতো প্রথম সারির ভারতীয় ফুটবলারদের সই করিয়েও নিজেদের শক্তিশালী বাড়িয়ে ফেলেছে সবুজ-মেরুন।

Advertisement
Next