মঙ্গলবার ইস্টবেঙ্গল-ইমামির চুক্তি স্বাক্ষর, বিনিয়োগকারীদের হাতে ৭৭ শতাংশ শেয়ার

01:52 PM Jul 30, 2022 |
Advertisement

দুলাল দে: চেয়েছিল, ৫০ শতাংশ। কিন্তু শেষ পর্যন্ত ইমামির (Emami) হাতে ৭৭ শতাংশ শেয়ার তুলে দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। যার অর্থ, ইস্টবেঙ্গলের হাতে থাকবে ২৩ শতাংশ শেয়ার। তবে দু’পক্ষের মধ্যে সরকারিভাবে সই এখনও হয়নি। ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তারা ঠিক করেছেন, মঙ্গলবার গ্র্যান্ড হোটেলের বল রুমে সদস্য সমর্থকদের সামনে ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেডের চুক্তিপত্রে সরকারিভাবে সই করবেন দু’পক্ষের কর্তারা। যেদিন থেকে ইমামির সঙ্গে চুক্তি নিয়ে লাল-হলুদের কথা শুরু হয়েছে, সেদিন থেকে সবচেয়ে বড় সমস্যা ছিল, কত শতাংশ শেয়ার ক্লাবের কাছে রাখা হবে, তা নিয়ে টানাটানি।

Advertisement

শুরুতে ইস্টবেঙ্গলের তরফে দাবি ছিল, ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড হলেও শেয়ারের পরিমাণ থাকবে পঞ্চাশ-পঞ্চাশ। ইমামি কর্তারা অবশ্য শুরুতেই জানিয়ে দেন, কিছুতেই সমান সমান শেয়ার ভাগ হবে না। তাঁরা জানিয়ে দেন, শেয়ার ভাগের পরিমাণ হবে ইমামির পক্ষে। মূলত এই শেয়ার ভাগের পরিমাণ ঠিক করতে গিয়েই মূল চুক্তিপত্র তৈরি করতে সমস্যা হচ্ছিল। শেষে মধ্যস্থতাকারীর উপস্থতিতিতে ঠিক হয়, ইস্টবেঙ্গল (East Bengal) কর্তাদের দাবি যেরকম মানা হবে না, সেরকম ইমামির দাবি থেকেও কিছুটা সরে আসা হবে।

[আরও পড়ুন: ভারতের জয়ের দিন রেকর্ড রোহিতের, টি-২০ বিশ্বকাপের আগে ফিনিশারের খোঁজও পেল দল]

সেভাবেই ঠিক হয়েছে ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড নামে নতুন কোম্পানিতে ৭৭ শতাংশ শেয়ার থাকবে ইমামির হাতে। বাকি ২৩ শতাংশ ইস্টবেঙ্গলের হাতে। তাতেও মানতে চাননি কর্তারা। চেয়েছিলেন ৩০ শতাংশ। তবে শেষ পর্যন্ত ২৩ শতাংশ শেয়ার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। মঙ্গলবারের অনুষ্ঠান ঘিরে আপাতত যা পরিকল্পনা, সেদিন মধ্য কলকাতার পাঁচতারা হোটেলের বলরুমে মঞ্চের উপর যেখানে চুক্তিপত্রে সই হওয়ার কথা, সেখানে তিনজনের বেশি কর্তা থাকার সম্ভাবনা নেই। ইমামির তরফে মঞ্চে অবশ্যই থাকবেন আদিত্য আগরওয়াল। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে মঞ্চে কারা থাকবেন, এখনও চূড়ান্ত হয়নি।

Advertising
Advertising

[আরও পড়ুন: টি-২০ ম্যাচ চলাকালীন ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল স্টেডিয়াম! ভিডিও ভাইরাল]

খুব চেষ্টা হয়েছিল, ইস্টবেঙ্গল এবং ইমামির মধ্যে ঐতিহাসিক চুক্তির মুহূর্তে দলের চিফ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকেও (Stephen Constantine) হাজির করানোর।কিন্তু এদিন জানা গিয়েছে, মঙ্গলবারের মধ্যে ভিসা পাবেন না তিনি। ফলে মঙ্গলবারের অনুষ্ঠানে থাকবেন না স্টিফেন। তবে ঐতিহাসিক মুহূর্তে অবশ্যই উপস্থিত থাকবেন ডুরান্ড (Durand Cup) এবং কলকাতা লিগে (CFL) ইমামি ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ। কর্তারা সাংবাদিক সম্মেলনে সবার সামনে নতুন কোচকে পরিচিত করাবেন, এরকমই পরিকল্পনা। এদিন অবশ্য ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ১ আগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) সঙ্গে ভারত গৌরব সম্মান দেওয়া হবে লিয়েন্ডার পেজকেও।

Advertisement
Next