shono
Advertisement

সময়মতো শেষ হয়নি দিনের প্রথম খেলা, মোহনবাগানের ম্যাচ শুরুতে দেরি

বজ্রপাতের জন্য দিনের প্রথম ম্যাচ শেষে দেরি।
Posted: 08:14 PM Sep 23, 2023Updated: 08:51 PM Sep 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের শুরুর দিকেই চরম অব্যবস্থা। আগের ম্যাচ দেরিতে শেষ হওয়ায় পিছিয়ে দেওয়া হল মোহনবাগান (Mohun Bagan) বনাম পাঞ্জাব এফসি ম্যাচ। রাত ৮টার বদলে ওই ম্যাচ শুরু হবে রাত ৮টা বেজে ৩৫ মিনিটে। মূলত সম্প্রচারকারী সংস্থার সুবিধার জন্যই আইএসএল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

এবারের আইএসএলে (ISL) সপ্তাহান্তে জোড়া ম্যাচ রেখেছে এফএসডিএল। শনিবারও দুটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল চেন্নায়ইন এফসি। সেই ম্যাচ চলাকালীনই শুরু হয়ে যায় বজ্রপাত। আর নিয়ম অনুযায়ী বৃষ্টির মধ্যে ফুটবল খেলা হলেও বজ্রপাত উপেক্ষা করে খেলানো যায় না। তাই বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়।

[আরও পড়ুন: নতুন সংসদ ভবন আসলে মোদি মাল্টিপ্লেক্স! জয়রাম রমেশের খোঁচা ঘিরে শোরগোল]

যার জেরে যে ম্যাচ ৮টার আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেই ম্যাচ শেষ হতে আটটার অনেকটা বেশি সময় লেগে গেল। ওই ম্যাচটিতে শেষ পর্যন্ত জেতে ওড়িশা এফসি (Odisha FC)। ফলাফল যাই হোক, ম্যাচ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় মোহনবাগান, পাঞ্জাব ম্যাচে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে যায়। শেষমেশ আইএসএল কর্তৃপক্ষ মোহনবাগানের ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। খেলা ৮টার বদলে ৮টা ৩৫-এ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

[আরও পড়ুন: নতুন সংসদ ভবন আসলে মোদি মাল্টিপ্লেক্স! জয়রাম রমেশের খোঁচা ঘিরে শোরগোল]

এমনিতেই ৮টায় খেলা শুরু হলে ম্যাচ শেষ হতে প্রায় ১০টা বেজে যেত। যা নিয়ে আগে থেকেই অসন্তোষ ছিল সমর্থকদের মধ্যে। খেলা আরও ৩৫ মিনিট পিছিয়ে যাওয়ায় তা শেষ হতে প্রায় সাড়ে ১০টা বাজবে। ফলে সমর্থকদের ক্ষোভ আরও বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement