সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সঠিক সময়ে জ্বলে ওঠেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দিনের শেষে ভারতের তারকা অলরাউন্ডার অপরাজিত রয়েছেন ৮১ রানে। তিনি জ্বলে না উঠলে দ্বিতীয় দিনের শেষে ভারত ১৭৫ রানে হয়তো এগিয়ে থাকত না। জাদেজার লড়াকু ব্যাটিং দেখার পরে ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন জাদেজা-বন্দনা করেছেন সোশাল মিডিয়ায়।
ভন লিখেছেন, ”এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার হতেই হবে জাদেজাকে।”
আইসিসি-র ক্রমতালিকায় টেস্টে শ্রেষ্ঠ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাই। সেই জাদেজাই ধারাবাহিক ভাবে ব্যাট করে চলেছেন এখন। জাদেজার এই ধারাবাহিক ব্যাটিং প্রশংসা কুড়িয়ে নিয়েছে সবার। অনিল কুম্বলের মতো প্রাক্তন তারকা জাদেজা প্রসঙ্গে বলেছেন, ”জাদেজা এককথায় দুর্দান্ত। ও ব্যতিক্রমী এক প্রতিভা। এটা জাদেজা নিজেও জানে। সৌরাষ্ট্রের হয়ে খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে জাদেজার। ফলে বোঝাই যাচ্ছে ওর মধ্যে ব্যাটিং প্রতিভা রয়েছে।”
[আরও পড়ুন: সানা জাভেদের সঙ্গে বিয়ে, বিতর্কিত নো বল অধ্যায়ের পর প্রথমবার মুখ খুললেন শোয়েব, কী বললেন?]
জাদেজার ব্যাটিং ধারাবাহিকতা প্রসঙ্গে কুম্বলে আরও বলেন, ”ধারাবাহিকতা দেখিয়েছে জাদেজা। শুধুমাত্র দেশের মাঠে নয়, বিদেশেও ছয়-সাত নম্বরে নেমে ধারাবাহিকতা দেখিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিল জাদেজা। একজন ব্যাটারের পরিবর্তে অলরাউন্ডার জাদেজাকে উপরে তুলে আনা হয়েছিল। বোলার জাদেজার ক্ষমতা আমরা সবাই জানি। কিন্তু ব্যাট হাতে নেমেও যে পারফরম্যান্স দিয়েছে, তার জন্যই ভারত এই জায়গায় পৌঁছেছে।”