shono
Advertisement

Breaking News

‘মানুষের সেবা করতে চাই’, রাজনীতিতে নামছেন প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়ডু

কোন দলে যোগ দেবেন তিনি?
Posted: 10:28 AM Jun 30, 2023Updated: 01:20 PM Jun 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সেই আইপিএল ফাইনালের দিনই। এবার সক্রিয় রাজনীতিতে প্রবেশ করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আম্বাতি রায়ডু (Ambati Rayudu)। বৃহস্পতিবার সেকথা নিজেই জানিয়েছেন রায়ডু। নিজের জেলা গুন্টুরে গিয়ে প্রাক্তন ক্রিকেটার জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে নামার জন্য ব্লু প্রিন্ট তৈরি করছেন তিনি।

Advertisement

রায়ডু আপাতত গুন্টুরে (Guntur) নিজের জেলা চষে বেড়াচ্ছেন। জেলার সব প্রান্তে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন। বৃহস্পতিবার সেখানেই সাংবাদিকদের তিনি বলেন,”মানুষের সেবা করার জন্য আমি দ্রুত অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে যোগ দিতে চলেছি। জেলার সব প্রান্ত ঘুরছি মানুষের সমস্যা জানার জন্য। আমি পোক্ত পরিকল্পনা নিয়েই রাজনীতির ময়দানে নামব।” কোন দলে যোগ দেবেন, সেটা এখনও ঠিক করেননি বলেই প্রাক্তন সিএসকে (CSK) তারকার দাবি। তবে সূত্রের দাবি তিনি অন্ধ্রের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসে যোগ দেবেন।

[আরও পড়ুন: কপ্টার দুর্ঘটনার ধাক্কা সামলে কেমন আছেন? প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী]

সম্প্রতি রায়ডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির সঙ্গে দু’ বার সাক্ষাৎ করেছেন। জগন ওয়াইএসআরসিপি-র প্রধান। শোনা যাচ্ছে তাঁর দলের টিকিটেই নির্বাচনে নামবেন রায়ডু (Ambati Rayudu)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জগন নিজেই চান রায়ডু যেন পরবর্তী লোকসভা নির্বাচনে লড়েন। তবে বিধানসভা না লোকসভা নির্বাচনে দাঁড়াবেন রায়ডু, তা এখনও স্থির নয়। পার্টির বর্ষীয়ান নেতারা মনে করেন, বিধানসভা নির্বাচনের জন্য রায়ডু পোন্নুর বা পশ্চিম গুন্টুর কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন। আর লোকসভা নির্বাচনে মছলিপত্তনম কেন্দ্র বেছে নিতে পারেন তিনি।

[আরও পড়ুন: দেশে কর্মসংস্থান যথেষ্ট নয়, মানলেন খোদ বিজেপি সাংসদই]া

রায়ডু অবশ্য প্রথম নন, এর আগে বহু ক্রিকেটার রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন। মনসুর নভজ্যত সিধু থেকে শুরু করে মহম্মদ আজহারউদ্দিন, গৌতম গম্ভীররা এখনও রাজনীতির ময়দানে। এখন দেখার রায়ডু কতটা সফল হন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement