সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সচরাচর মাঠে তাঁকে শান্ত থাকতেই দেখা যায়। কিন্তু ওভাল টেস্টে মেজাজ হারালেন কেএল রাহুল। আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ভারতীয় ওপেনার। তাঁদের বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে এহেন আচরণের কারণে রাহুলকে (KL Rahul) শাস্তি পেতে হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার সূত্রপাত ম্যাচের দ্বিতীয় দিনে। ব্যাট করছিলেন জো রুট, তখনই ঝামেলায় জড়ান প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গে। ইংরেজ ব্যাটার তখনও রানের খাতা খোলেননি। চতুর্থ বলের পর দেখা যায় ভারতীয় পেসার রুটকে গিয়ে কিছু একটা বলছেন। এমনিতে ‘শান্ত’ বলেই পরিচিত রুট। কিন্তু এদিন প্রসিদ্ধর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত আম্পায়ার এসে দুজনকে আলাদা করেন। যদিও কী নিয়ে ঝামেলা, তা জানা যায়নি।
দর্শকরা যখন ভাবছেন ঝামেলা বুঝি এখানেই শেষ, তখনই 'চিত্রনাট্যে' ঢুকে পড়েন রাহুল। সরাসরি আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করে দেন। তিনি বলেন, "আপনি কী আশা করেন? আমরা চুপ করে থাকব? শুধু ব্যাট করব বল করব আর বাড়ি ফিরে যাব?" ধর্মসেনার উত্তর, "কোনও বোলার তোমার উদ্দেশ্যে কিছু বললে কি সেটা তোমার ভালো লাগে? এইভাবে তুমি বলতে পারো না রাহুল।" আম্পায়ার বোঝালেও তর্ক চালিয়ে যান ভারতীয় তারকা। তখন তাঁকে শান্ত করতে ধর্মসেনা বলেন, " এই নিয়ে আমরা খেলার পর আলোচনা করব। কিন্তু তুমি এইভাবে কথা বলতে পারো না।"
দু' জনের তর্কাতর্কির ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে মাঠের মধ্যে আম্পায়ারের সঙ্গে তরজায় জড়িয়ে রাহুল কোনও শাস্তির কোপে পড়বেন কিনা তা এখনও জানা যায়নি। ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে এই নিয়ে। উল্লেখ্য, এর পরে ব্যাট করতে নেমেও মাত্র ৭ রানে আউট হয়ে যান ভারতীয় ওপেনার।
