shono
Advertisement

চোট পেয়ে মুম্বই ম্যাচে নেই বিরাট! কী জানালেন বেঙ্গালুরু কোচ?

এখন কেমন রয়েছে কোহলির চোট?
Published By: Prasenjit DuttaPosted: 02:30 PM Apr 03, 2025Updated: 02:30 PM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে ১০০ শতাংশ উজাড় করে দেন তিনি। তাঁর ফিটনেস যেকোনও খেলোয়াড়ের কাছেই উদাহরণ। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান। যা নিয়ে চিন্তায় ছিল গোটা দল। উদ্বেগে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্যানেরাও। এখন কেমন রয়েছে বিরাটের চোট? জানিয়েছেন আরসিবি'র হেডকোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

Advertisement

গুজরাটের ইনিংসের ১২তম ওভারের ঘটনা। একটি চার বাঁচাতে তিনি ডিপ মিড উইকেটে ডাইভ দেন। তখনই বিরাটের আঙুলে লাগে বল। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, ভালোই যন্ত্রণা হচ্ছে। এরপর ছুটে আসেন ফিজিও। তাঁর শুশ্রূষা করেন।

ম্যাচের পরেই কোহলির চোট কতটা গুরুতর, তা নিয়ে জিজ্ঞাসা করা হয় অ্যান্ডি ফ্লাওয়ারকে। তিনি যাবতীয় উদ্বেগ দূর করেছেন। তাঁর কথায়, "বিরাটকে দেখে তো সুস্থই মনে হয়েছে। ও একেবারে ঠিক আছে।"

আইরসিবি'র জন্য গতকাল ভালো যায়নি। গুজরাটের সঙ্গে ৮ উইকেটে ম্যাচ হেরে বসায় জয়ের হ্যাটট্রিক হয়নি তাদের। বিরাট কোহলিও আউট হয়েছেন মাত্র ৭ রানে। যদিও চলতি আইপিএলে তাঁকে ছন্দেই দেখা গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সে‌র তিনি ৩৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। আরসিবি'র পরবর্তী ম্যাচ ৭ এপ্রিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে মাঠে নামায় কোনও অসুবিধা নেই বিরাট কোহলির। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement