shono
Advertisement

গোয়ার কাছে লজ্জার হার এটিকে’র, প্লে-অফের পথ আরও কঠিন

১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই রইল এটিকে। The post গোয়ার কাছে লজ্জার হার এটিকে’র, প্লে-অফের পথ আরও কঠিন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:53 PM Feb 14, 2019Updated: 12:24 AM Feb 15, 2019

গোয়া: ৩ (জ্যাকিচাঁদ, কোরো-২)
কলকাতা: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব, একের পর এক ম্যাচ জিতে প্লে-অফের জায়গা পাকা করা। সেই লক্ষ্যে মাঠে নেমে বৃহস্পতিবার কলকাতাকে পর্যুদস্ত করল গোয়া। প্রেমদিবসে ভালবাসার শহর দাপটের সঙ্গে খেলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল। আর আরও একবার হতাশায় ডুবতে হল অ্যাটলেটিকো ডি কলকাতাকে।

[রালতের হ্যাটট্রিকে ফের জ্বলল মশাল, লাজংকে গোলের মালা ইস্টবেঙ্গলের]

এদিনের ম্যাচে সব হিসেব-নিকেশ ভুলে নজর আটকে ছিল একজন ফুটবলারের দিকেই। তিনি কোরোমিনাস ক্রোচ। দু-দুটি গোল করলেন। যার মধ্যে একটি পেনাল্টি থেকে। আরও একটি গোল করালেন জ্যাকিচাঁদ সিংকে দিয়ে। এদিন শুরু থেকেই স্টিভ কপেলের রক্ষণভাগকে চাপে ফেলে দিয়েছিলেন জ্যাকিচাঁদ সিংরা। খেলার প্রথম মিনিটেই কোরোর বাড়ানো বল থেকেই গোল করে গোয়াকে এগিয়ে দেন জ্যাকিচাঁদ। প্রথমেই গোল হজম করায় একের পর এক ভুল করতে থাকে এটিকে। আর ততই আক্রমণের ঝাঁঝ বাড়ান গোয়ার স্ট্রাইকাররা। দ্বিতীয়ার্ধে কোরোর জোড়া গোলে নিশ্চিত হয় গোয়ার তিন পয়েন্ট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি কপেলের ছেলেরা। গত ম্যাচে যাও বা এফসি পুণে সিটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছিলেন কালু উচেরা, এদিন তাও পারলেন না। সের্জিও লোবেরার ছেলেদের কাছে যেন অসহায় আত্মসমর্পণই করে দিলেন তাঁরা।

[মোহনবাগানের জন্যই আটকে আইএসএল বিড, কবে খুলবে জট?]

গত ম্যাচে মুম্বইকে হারানোর পর এই ম্যাচেও জয়ের ফলে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল গোয়া। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। এদিকে ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই রইল এটিকে। ডু অর ডাই ম্যাচ হেরে প্লে-অফে যাওয়ার আশা আরও কঠিন হয়ে গেল তাদের। ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বেঙ্গালুরু এফসি।

The post গোয়ার কাছে লজ্জার হার এটিকে’র, প্লে-অফের পথ আরও কঠিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement