shono
Advertisement

৩০০ রানের ক্লাবে নায়ার, স্বাগত শেহবাগের

ব্যাটিং অর্ডারে ছ'নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে কম বয়সে এমন পারফরম্যান্স এর আগে দেখেনি ভারতীয় শিবির৷ The post ৩০০ রানের ক্লাবে নায়ার, স্বাগত শেহবাগের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:43 PM Dec 19, 2016Updated: 05:25 PM Dec 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৩০০-র ক্লাব একাই সামলাচ্ছিলেন বীরেন্দ্র শেহবাগ৷ অবশেষে সেই ক্লাবের দরজা খুলে গেল আরেক ভারতীয়র জন্য৷ নাহ্, বিরাট কোহলি অথবা চেতেশ্বর পূজারা নন৷ সেই ক্লাবের নয়া সদস্য হলেন করুন নায়ার৷

Advertisement

প্রথম ভারতীয় হিসেবে মাত্র তিন নম্বর টেস্টে দ্বিশতরান হাঁকিয়ে ইতিহাস তৈরি করেছিলেন কর্নাটকের তরুণ তুর্কি৷ এবার দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শেহবাগের ডেরায় ঢুকে পড়লেন নায়ার৷ ঠান্ডা মাথায় ৩০৩ রানের দর্শনীয় ইনিংস খেলে অপরাজিত থাকলেন তিনি৷ তাঁর ট্রিপল সেঞ্চুরির ঝকঝকে ইনিংস সাজানো ছিল ৩২টি চার এবং ৬টি ছয় দিয়ে৷

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ম্যাচের তৃতীয় দিন ভারত চার উইকেটে ৩৯১রানে শেষ করেছিল৷ বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, এভাবে চলতে থাকলে ইংল্যান্ডে ৪৭৭ রান ছাপিয়ে যেতে খুব বেশি কসরৎ করতে হবে না টিম ইন্ডিয়াকে৷ সেই অনুমানকেও মাত দিল বিরাটবাহিনী৷ সৌজন্যে সেই করুন নায়ারের চওড়া ব্যাট৷ তাঁর এই অবিশ্বাস্য কীর্তিকে অভিনন্দন জানিয়েছেন ৩০০ রানের একমাত্র ভারতীয় মালিক শেহবাগও৷ ৩১৯ রান ছিল তাঁর ঝুলিতে৷ করুনের ট্রিপল সেঞ্চুরির পরই টুইটারে তাঁকে এক্কেবারে অন্য ঢঙে অভিনন্দন জানালেন বীরু৷ কিংবদন্তি ভারতীয় ওপেনার লিখেছেন, “গত ১২ বছর ৮ মাস ধরে এই ক্লাবে বড্ড একা লাগছিল৷ তাই তোমাকে এখানে স্বাগত জানাই৷ অনেক অনেক শুভেচ্ছা রইল৷”

ব্যাটিং অর্ডারে ছ’নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে কম বয়সে এমন পারফরম্যান্স এর আগে দেখেনি ভারতীয় শিবির৷ ক্যাপ্টেন কোহলির জমানা যেন সব অতীত রেকর্ডকেই পিছনে ফেলে দিচ্ছে৷ শেহবাগের পাশাপাশি করুনের অনবদ্য ইনিংসকে শুভেচ্ছা জানিয়েছেন গৌতম গম্ভীর, হরভজন সিং, মনোজ তিওয়ারিরাও৷ টুইটারে কর্নাটকের ক্রিকেটারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ ছেলের নয়া রেকর্ডে আপ্লুত করুনের বাবা-মা৷

The post ৩০০ রানের ক্লাবে নায়ার, স্বাগত শেহবাগের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement