কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী (মাদ্রিদ): যুবভারতীতে ফিরতে চলেছে স্বপ্নের রাত? ফের কলকাতা ময়দানে পড়বে ফুটবল রাজপুত্রের পায়ের ছাপ। সব ঠিক থাকলে ফের কলকাতায় আসছেন লিওনেল মেসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
লা লিগা কর্তাদের সঙ্গে বৃহস্পতিবারই বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ-মমতা-সহ কলকাতার তিন প্রধানের সঙ্গে আলোচনায় লা লিগার (La Liga) কর্তারা বাংলার ফুটবলে বিনিয়োগের সিদ্ধান্তও নিয়েছেন। বঙ্গ ফুটবলের জন্য কলকাতার (Kolkata) বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা। খুব শীঘ্রই তাদের একটি প্রতিনিধি কলকাতায় আসবে। এই অ্যাকাডেমি গড়ার যাবতীয় ব্যবস্থা করবে রাজ্য সরকার। সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
[আরও পড়ুন: ফাইনালের আগে বাংলাদেশ ম্যাচে পরীক্ষানিরীক্ষার পথে রোহিতরা, খেলতে পারেন তিলক, সূর্য]
কলকাতায় অ্যাকাডেমি খোলার জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটি আলাদা স্টেডিয়াম চেয়েছে স্প্যানিশ ফুটবলের নিয়ামক সংস্থা। ইতিমধ্যেই তাদের কোন স্টেডিয়াম দেওয়া হবে, খোঁজ শুরু করেছে সরকার। লা লিগা কর্তারা জানিয়েছেন, বাংলার ফুটবলের উন্নতিতে তারা বদ্ধপরিকর এবং দ্রুত কাজে নেমে পড়তে চান। জানা গিয়েছে, আগামী দিনে কলকাতায় যে অ্যাকাডেমি হবে সেখানে স্পেন থেকে প্রশিক্ষক ও ফুটবলাররা আসবেন। আবার বাংলা থেকেও ফুটবলারা যাবেন স্পেনে। দুই দেশের মধ্যে একটা সমন্বয় তৈরি হবে।
[আরও পড়ুন: ‘গোটা বিশ্ব অপেক্ষায় ছিল’, এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান উঠতে না পারায় হতাশ শোয়েব]
বাংলার ফুটবলারদের উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই মেসিকে কলকাতায় আনার উদ্যোগ নিয়েছে লিগা (La Liga) কর্তৃপক্ষ। মেসি দীর্ঘদিন লা লিগায় খেলেছেন। আপাতত তিনি আমেরিকায় খেললেও লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। বলতে গেলে, লা লিগার সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনিই। তাই তাঁকে কলকাতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রায় ১৩ বছর আগে যুবভারতীতে খেলে গিয়েছেন লিও। জাতীয় দলের অধিনায়ক হিসাবে কিং লিও-র অভিষেক ম্যাচ ছিল সেটাই। সেই ম্যাচের স্মৃতি আজও টাটকা বঙ্গ ফুটবলপ্রেমীদের মনে। সব ঠিক থাকলে ফের লিও-দর্শনের সুযোগ আসতে চলেছে।