shono
Advertisement

Breaking News

মেসির হ্যাটট্রিকে কোপার শেষ আটে আর্জেন্টিনা

তবে হ্যাটট্রিক করেও মাটির কাছেই রয়ে গেলেন বার্সা সুপারস্টার৷ বরং বুঝিয়ে দিলেন দলগত সংহতি ছাড়া এমন সফল হওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না৷ “দলগত সংহতির জয়৷ সকলে মিলে একত্রিত হয়ে পানামার বিপক্ষে ঝাঁপিয়ে পড়ায় আমরা সহজে জিততে পেরেছি৷” The post মেসির হ্যাটট্রিকে কোপার শেষ আটে আর্জেন্টিনা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:50 PM Jun 11, 2016Updated: 02:28 PM Jul 11, 2018

আর্জেন্টিনা – ৫ (ওতামেন্দি, মেসি ৩, আগুয়েরো)

Advertisement

পানামা – ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসি ম্যাজিক৷ তাতেই ড্যাংড্যাং করে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা৷ ম্যাচের ফল ৫-০৷ মেসির নামের পাশে হ্যাটট্রিক৷ গোটা শিকাগো তখন শুধুই মেসি… মেসি… করছে৷
একটা দল ফিফা ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে৷ আর একটা দল অনেক পিছিয়ে৷ স্বাভাবিকভাবেই ফেভরিট হিসেবে মাঠে নেমেছিলেন এলএম টেন অ্যান্ড কোম্পানি৷ প্রথম ম্যাচে চোটের জন্য খেলতে পারেন নি৷ পানামার বিরু‌দ্ধে তাঁকে যখন প্রথম একাদশে নামতে দেখলেন না, তখন বেশ হতাশই হল গ্যালারি৷ অবশেষে ৬১ মিনিটে ফার্নান্ডেজের বদলি হিসাবে নামলেন৷
আর্জেন্টিনা কোচ শুরু থেকেই আক্রমণের স্ট্র্যাটেজি নিয়েছিলেন৷ ধারে-ভারে যে পানামা আর্জেন্টিনার থেকে অনেক পিছিয়ে, তা বারবার বোঝা গেল৷ সাত মিনিটের মধ্যেই ওতামেন্দি গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা৷ যদিও প্রথমার্ধে আর গোল হজম করতে হয়নি বিপক্ষকে৷ দ্বিতীয়ার্ধে মেসি নামার পর থেকে আর্জেন্টাইন আক্রমণ আটকানোর আর কোনও স্ট্র্যাটেজিই খাটেনি৷ হ্যাটট্রিক করলেন তিনি৷ পানামার কফিনে শেষ পেরেকটি পুঁতলেন আগুয়েরো৷ প্রথম ম্যাচে মেসিকে ছাড়াই জয়৷ দ্বিতীয় ম্যাচে আবার দুরন্ত ফর্মে মেসি৷ সবমিলিয়ে এখন থেকেই চ্যাম্পিয়নের মতো দেখাচ্ছে দলকে৷ ম্যাচের পর মেসি বলছিলেন, “দারুণ একটা জয়৷ বড় ব্যধধানে জিততে পারলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়৷ আরও খুশি দলের জয়ে অবদান রাখতে পেরে৷”
তবে হ্যাটট্রিক করেও মাটির কাছেই রয়ে গেলেন বার্সা সুপারস্টার৷ বরং বুঝিয়ে দিলেন দলগত সংহতি ছাড়া এমন সফল হওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না৷ “দলগত সংহতির জয়৷ সকলে মিলে একত্রিত হয়ে পানামার বিপক্ষে ঝাঁপিয়ে পড়ায় আমরা সহজে জিততে পেরেছি৷” খেলার শেষে বলেন মেসি৷ এতদিন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম রয়েছে বাতিস্তুতার৷ মোট ৫৬টা গোল করেছেন তিনি৷ মেসি সেই রেকর্ডও ছোঁয়ার মুখে৷ এদিন হ্যাটট্রিক করার সুবাদে মেসির জাতীয় দলের হয়ে ৫৪ গোল হয়ে গেল তাঁর৷

.@WillHillAus: “61st minute – Messi is subbed on…

87th minute – Messi completes his hat-trick.”#CA2016 #ARGvPAN https://t.co/zBeGVuHHYs

— Quotes on Messi (@MessiQuote) June 11, 2016

The post মেসির হ্যাটট্রিকে কোপার শেষ আটে আর্জেন্টিনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement