সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন-বিরাট কোহলিরা আগেই আমন্ত্রণ পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম। মাহির রাঁচির বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এলেন আরএসএসের সহ-প্রদেশ সচিব ধনঞ্জয় সিং, ঝাড়খণ্ড বিজেপির সাধারণ সম্পাদক কর্মবীর সিং-সহ আরও কয়েক জন। আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ধোনি।
শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) থেকে অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি থেকে কঙ্গনা রানাউত, রামমন্দিরের উদ্বোধনে অযোধ্যায় যে চাঁদের হাট বসতে চলেছে, তা বলাই বাহুল্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন মন্দিরের উদ্বোধন। যে অনুষ্ঠানে রাজনৈতিক নেতা-নেত্রীর পাশাপাশি হাজির থাকবেন বিনোদন এবং ক্রীড়া জগতের নক্ষত্ররা।
২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে অযোধ্যা জুড়ে এখন ‘সাজ সাজ’ রব।
[আরও পড়ুন: হাড্ডাহাড্ডি ডার্বির আগে শহরে হাবাস, মোহন শিবিরে যোগ দেবেন কবে?]
২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি (PM Modi), আরএসএস প্রধান মোহন ভাগবৎ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে মোট ৮ হাজার বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর মধ্যেই খবর, রামমন্দিরের উদ্বোধনের আগেই অযোধ্যায় জমি কিনে ফেলেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। জানা গিয়েছে, মুম্বইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার (HoABL) সুবিশাল ‘দ্য সরয়ু’ প্রজেক্টে এই জমি কিনেছেন বিগ বি। সব কিছু ঠিকঠাক থাকলে, অনুষ্ঠানের দিন বিগ বি উপস্থিতও থাকবেন বলে খবর। এর মধ্যেই খবর ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি আমন্ত্রণ পত্র পেলেন।
[আরও পড়ুন: প্রখর চতুর্বেদীর ৪০৪, কোচবিহার ট্রফির ফাইনালে ইতিহাস]