shono
Advertisement

অতীত নিয়ে ভাবিত নন ফেরান্দো, ডার্বি ভুলে এএফসি কাপে নজর মোহনবাগানের

প্রতিপক্ষ মাছিন্দ্রা এফসিকে সমীহ করছেন সবুজ-মেরুন কোচ।
Posted: 07:06 PM Aug 14, 2023Updated: 07:06 PM Aug 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বি হার অতীত। মোহনবাগান কোচ জুয়ান ফোরান্দো সামনের দিকে তাকাচ্ছেন। বুধবার এএফসি কাপের অভিযানে নামবে মোহনবাগান। দক্ষিণাঞ্চল পর্বের প্রথম রাউন্ডের ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ নেপালের মাছিন্দ্রা এফসি (Machuindra FC)। নেপালের দলটি ৩-২ গোলে ভুটানের পারো এফসি-কে হারিয়ে কলকাতায় এসেছে।

Advertisement

এএফসি কাপের আগেই ডুরান্ড ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই ডার্বির ফলাফল নিয়ে ভাবিত নন ফেরান্দো। সোমবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন, ”আমরা অতীত তো আর বদলাতে পারব না। আমরা আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে চাই।” 

[আরও পড়ুন: ডুরান্ড ডার্বির পরে কলকাতা লিগেও লাল-হলুদের জয়জয়কার, পুলিশের ব্যারিকেড ভাঙল ইস্টবেঙ্গল]

 

মোহনবাগান বনাম মাচিন্দ্রা এফসি ম্যাচের দিনেই বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকার মুখোমুখি হবে মলদ্বীপের ক্লাব ঈগলসের। মোহনবাগান প্রথম ম্যাচ জিতলে সেই ম্যাচের বিজয়ীদের বিরুদ্ধে খেলতে নামবে। এএফসি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মোহনবাগান প্রথম ম্যাচ ঘরের মাঠে খেলার পর ২২ আগস্ট দ্বিতীয় ম্যাচও যুবভারতীতেই খেলবে।

এই সবুজ-মেরুন দল হিসেবে দারুণ শক্তিশালী। জাতীয় দলের একাধিক খেলোয়াড় রয়েছেন দলে। অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, কে আশিক, লিস্টন কোলাসো, মনবীর সিং, আনোয়ার আলির মতো ফুটবলার ফেরান্দোর হাতের অস্ত্র। এখানেই শেষ নয়। রয়েছেন জেসন কামিন্সের মতো বিশ্বকাপার। আরমান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতোসস, হুগো বুমোসের মতো বিদেশি দলের সম্পদ। সবুজ-মেরুনের স্পেনীয় কোচ বলছেন, ”কামিন্স, আরমান্দো সাদিকুরা গত সপ্তাহে এসেছে। আরেকটু সময় দেওয়া উচিত ওদের। আমি জানি কামিন্স ও সাদিকুকে নিয়ে সবাই খুব উত্তেজিত। এটাই প্রত্যাশিত। তবে ওদের আরেকটু সময় দেওয়া উচিত। এটা মনে রাখা দরকার ভারতে এসে খেলা কঠিন। মানসিকতা, সংস্কৃতি এবং অন্য সব দিক থেকে অনেক পরিবর্তন।”

ধীরে ধীরে মোহনবাগান উন্নতি করবে। এমনটাই বলছেন ফেরান্দো। পরবর্তী ম্যাচে মোহনবাগানের পারফরম্যান্সের উন্নতি হবে বলে মনে করছেন ফেরান্দো। তিনি বলছেন, ”আন্তর্জাতিক ম্যাচ সবসময়েই কঠিন। আমাদের প্রতিপক্ষ আগের ম্যাচটি জিতেছে ৩-২ গোলে। দল হিসেবে মাছিন্দ্রা যে আগ্রাসী এবং উচ্চাকাঙ্খী তার প্রমাণ দিয়েছে আগে। ম্যাচটা কিন্তু কঠিনই হবে।”

সমর্থকদের প্রতিশ্রুতি দিয়ে ফেরান্দো বলছেন, ”৯০ মিনিটের মধ্যে খেলা শেষ করবো আমরা।” ফেরান্দোর দলের ডিফেন্ডার আনোয়ার আলি আবার বলছেন, ”আমরা তৈরি। বড় ম্যাচ এবং ম্যাচটা কঠিন। আমরা প্রত্যেকেই তৈরি, খেলার জন্য উত্তেজিত।” 

[আরও পড়ুন:  প্রতিযোগিতার সেরার পুরস্কার হাতে না পেয়ে মেজাজ হারালেন রোনাল্ডো! দেখুন ভাইরাল ভিডিও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement