সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার শেষে ঘুরতে যাবেন। তাই ম্যাচ চলাকালীন ঘোরার পরিকল্পনা করছেন পাকিস্তানের (Pakistan Cricket) ক্রিকেটাররা। এমনই দৃশ্য দেখা গিয়েছে ক্যানবেরায়। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের খেলা চলছিল। খেলা চলাকালীনই তিন পাক ক্রিকেটার নিজেদের মধ্যে ঘোরার পরিকল্পনায় মেতে ওঠেন। শেষ মেশ তিন পাক ক্রিকেটারকে হাসিতে ফেটে পড়তে দেখা যায়।
শান মাসুদ, বাবর আজম ও সরফরাজ আহমেদ নিজেদের মধ্যে মজার আলোচনায় মেতে ওঠেন ম্যাচ চলাকালীন। স্টাম্প ক্যাম্পে শান মাসুদকে বলতে শোনা যায়, ”আমরা ঠিক সময়ে তৈরি হয়ে যাব।”
সরফরাজ বলে ওঠেন, ”ঠিক সময়ে চলে এসো কিন্তু। আমরা তিনজন তাই তো?”
[আরও পড়ুন: পাঁচ গোলের আনন্দের রেশ কাটতে না কাটতেই প্রতিপক্ষ পাঞ্জাব, সতর্ক ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত]
”তৃতীয় ব্যক্তি কোথা থেকে এল আবার?”, বলেন বাবর আজম।
এদিকে ম্যাচে ক্যামেরন ব্র্যাংক্রফ্ট ৫৩ রান করেন। মার্কাস হ্যারিস করেন ৪৯ রান। দিনের শেষে প্রধানমন্ত্রী একাদশ করে ৪ উইকেটে ৩৬৭ রান। ম্যাট রেনশ ১৩৬ রানে অপরাজিত থেকে যান। এর আগে পাকিস্তান ৯ উইকেটে ৩৯১ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। এদিকে হ্যারিস রউফকে নিয়ে ক্ষুব্ধ দেশের প্রাক্তন ক্রিকেটাররা। ওয়াসিম আক্রম একহাত নেন রউফকে।
[আরও পড়ুন: গম্ভীরের সঙ্গে ঝামেলার পর বড়সড় আইনি বিপাকে শ্রীসন্থ, পেলেন নোটিস]