shono
Advertisement

নজির গড়ার ম্যাচে চেনা ছন্দে ধোনি, তবু শেষ ল্যাপে এসে রাজস্থানের কাছে হার চেন্নাইয়ের

জোড়া উইকেট তুলে নেন চাহাল ও অশ্বিন।
Posted: 11:23 PM Apr 12, 2023Updated: 11:35 PM Apr 12, 2023

রাজস্থান রয়্যালস: ১৭৫/৮ (বাটলার ৫২, দেবদত্ত ৩৮, জাদেজা ২/২১) 

Advertisement

চেন্নাই সুপার কিংস: ১৭২/৬ (কনওয়ে ৫০, অশ্বিন ২/২৫, চাহাল ২/২৭)

৩ রানে জয়ী রাজস্থান রয়্যালস। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) ইতিহাসে একমাত্র অধিনায়ক, যিনি একটি দলকেই ২০০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বুধবারের ম্যাচে এই বিরল নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তবে ব্যক্তিগত কীর্তির দিনে হার মানল তাঁর চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ঘরের মাঠে অপ্রতিরোধ্য ইয়েলো আর্মিকে থামিয়ে দিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ৩ রানে ম্যাচে জিতে নিল সঞ্জু স্যামসনের দল।  

এদিন টসে জিতে ফিল্ডিং নেন ধোনি। তবে টুর্নামেন্টে মারমুখী মেজাজে থাকা জস বাটলারের দাপটে দিশেহারা হয়ে পড়েন চেন্নাই বোলাররা। ক্রিজের অপর প্রান্ত থেকে বাটলারকে সঙ্গ দেন দেবদত্ত পাড়িক্কাল। দ্বিতীয় উইকেটে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে তখন বড় টার্গেট তোলার স্বপ্ন দেখছে রাজস্থান রয়্যালস। কিন্তু রবীন্দ্র জাদেজার অনবদ্য বোলিংয়ে ফের ম্যাচে ফেরে ধোনির দল। মাত্র ২১ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তিনি। শেষের দিকে অবশ্য শিমরন হেটমায়ারের ৩০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১৭৫-এ পৌঁছে যায় রাজস্থান। হাফসেঞ্চুরি করেন বাটলার। 

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টেও কাটল না জট, ঝুলেই রইল চাকরিহারাদের ভবিষ্যৎ]

চিপকের ঘূর্ণি পিচে বেশ কঠিন হয়ে দাঁড়ায় ১৭৬ রানের লক্ষ্যমাত্রা। ইনিংসে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ৮ রান করেন তিনি। আগের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলা অজিঙ্ক রাহানে এদিন মাত্র ৩১ রান করেন। রানের গতি একেবারে আটকে দেন রাজস্থানের চার স্পিনার। ফলে আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে উইকেট খোয়ান মইন আলি, আম্বাতি রায়াডুরা। পরপর পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই।

দীর্ঘক্ষণ ক্রিজে টিকেছিলেন ডেভন কনওয়ে। তবে হাফসেঞ্চুরি হাঁকিয়েই আউট হয়ে যান তিনি। ১৫তম ওভারে তাঁর উইকেট পড়তেই মাঠে নামেন চেন্নাইয়ের প্রিয় ‘থালা’ ধোনি। দুরন্ত ফর্মে রয়েছেন, তিনিই খাদের কিনারা থেকে চেন্নাইকে টেনে তুলবেন-এমনটাই আশা ছিল চেন্নাই সমর্থকদের। শেষ ওভারে পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইকে প্রায় জিতিয়েও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জয়ের স্বাদ পাওয়া হল না তাঁর। মাত্র ৩ রানে ম্যাচ ছিনিয়ে নিল রাজস্থান। 

[আরও পড়ুন: তীব্র দাবদাহের জের, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement