সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিপক্ষের ঘরের মাঠে দু’গোলে পিছিয়ে দল। সেই অবস্থা থেকে পাঁচ গোল দিয়ে ম্যাচ জিতে নিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে করিম বেঞ্জেমাদের অসাধারণ কামব্যাকের সাক্ষী রইল গোটা ফুটবল দুনিয়া। টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে লিভারপুলকে গুঁড়িয়ে দিল রিয়াল। জোড়া গোল করেন বেঞ্জেমা (Karim Benzema) ও ভিনিসিয়াস জুনিয়র।
ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নেমে প্রথমেই এগিয়ে যায় লিভারপুল (Liverpool)। ডারউইন নুনেজ ও মহম্মদ সালাহ প্রথমেই গোল করেন। অল্প সময়ের ব্যবধানে দুই গোল খেয়ে বেশ চাপে পড়ে যায় রিয়াল। তবে দ্বিতীয় গোলের পরেই ধীরে ধীরে ম্যাচের রাশ বেরিয়ে যায় লিভারপুলের হাত থেকে। বিরতির আগে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয় তারকার গোলেই সমতা ফেরায় স্পেনীয় ক্লাবটি।
[আরও পড়ুন: ‘বাবাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়েছিলেন ইন্দিরা’, জয়শংকরের মন্তব্যে বিতর্ক, পালটা তৃণমূলের]
বিরতির পর থেকেই একেবারে অন্য মেজাজে দেখা যায় রিয়ালকে। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র দু’মিনিটের মাথায় গোল আসে মিলিতাওর পা থেকে। তারপর থেকেই লিভারপুল রক্ষণে লাগাতার আক্রমণ শানাতে থাকেন রিয়াল খেলোয়াড়রা। ১২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ব্যালন ডি’অর জয়ী বেঞ্জেমা। শেষ পর্যন্ত ৫-২ ফলে শেষ হয় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা প্রায় পাকা করে নিল রিয়াল।
দাপট দেখিয়ে ম্যাচ জিতেও খুশি নন রিয়ালের ম্যানেজার কার্লো আন্সেলোত্তি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ম্যাচের প্রথমদিকে প্রচুর ভুল করেছি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম ভুল মেনে নেওয়া যায় না। সৌভাগ্যবশত ছেলেরা মাথা ঠাণ্ডা রেখে খেলেছে। তবে যতবার আমরা লিভারপুলের পাস ভেঙেছি, ততবারই গোলের সুযোগ ছিল।” অন্যদিকে বিধ্বস্ত লিভারপুলের কোচ বলেন, “পরের ম্যাচটা জেতার চেষ্টা করব।” মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে জয় পেয়েছে নাপোলি।
[আরও পড়ুন: ‘ঘরে-বাইরে শত্রু, খুন হয়ে যেতে পারি’, চাঞ্চল্যকর দাবি অনুব্রত ‘বিরোধী’ TMC নেতা কাজল শেখের]