সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনার থাবা রিয়াল মাদ্রিদ (Real Madrid) শিবিরে। এবার মারণ এই ভাইরাসে আক্রান্ত হলেন দলের হেড কোচ জিনেদিন জিদান (Zinedine Zidane)। ক্লাবের তরফ থেকে সরকারি বিবৃতিতেই একথা জানানো হয়েছে। আপাতত সেলফ আইসোলেশনে থাকবেন প্রাক্তন ফরাসি ফুটবল তারকা।
শুক্রবার ক্লাবের থেকে সরকারি বিবৃতিতে শুধু বলা হয়েছে, দলের হেড কোচ জিনেদিন জিদানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও তাঁর স্বাস্থ্যের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য সেখানে দেওয়া হয়নি। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল নাকি তিনি উপসর্গহীন ছিলেন, সেব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আপাতত সেলফ আইসোলেশনে থাকবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য। এর ফলে আগামী শনিবার স্প্যানিশ লিগে আলাভেজের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে রিজার্ভ বেঞ্চে থাকবেন না তিনি। যা রিয়াল শিবিরের কাছে বড় ধাক্কা। কারণ স্প্যানিশ সুপার কাপ এবং কোপা ডেল রে-র মতো দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ইতিমধ্যেই হেরে গিয়েছে রিয়াল। লা লিগাতেও রয়েছে দ্বিতীয় স্থানে।
[আরও পড়ুন: কঠিন ভারত সফর, প্রথম দু’টি টেস্টের জন্য স্টোকস-আর্চারকে দলে ফেরাল ইংল্যান্ড]
তবে এর আগে চলতি মাসেই করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় সেলফ আইসোলেশনে থাকতে হয়েছিল রিয়ালের হেড কোচকে। সে যাত্রায় তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। ফলে পুনরায় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। তবে ম্যাচের আগে কোভিড বিধি মেনে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের করোনা টেস্টের সময়ই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এল। জিদানের আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সুয়ারেজ, নেইমার-সহ একাধিক ফুটবল তারকারাও করোনার কবলে পড়েছিলেন। এমনকী রিয়ালেরও বেশ কয়েকজন ফুটবলারও মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদিকে, এই খবর প্রকাশ্যে আসার পরই জিদান ভক্তদের মধ্যে রীতিমতো দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।