সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে আইপিএল (IPL)। তার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ঋষভ পন্থ (Rishabh Pant) পুরোদস্তুর সুস্থ। বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, পন্থ পুরোদস্তুর ফিট। ব্যাটিং এবং উইকেট কিপিং করতে কোনও সমস্যা নেই তাঁর। পন্থের সুস্থতার খবর ভারতীয় দলের জন্যও ভালো। কারণ আইপিএল শেষ হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা পাওয়ার ব্যাপারে অন্যতম দাবিদার হতেই পারেন পন্থ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) পন্থের শারীরিক অবস্থা নিয়ে যে আপডেট দিয়েছে, তাতে লেখা হয়েছে, ”২০২২ সালের, ৩০ ডিসেম্বর ভয়ংকর পথ দুর্ঘটনার পরে ১৪ মাসের রিহ্যাব এবং রিকভারি করে পন্থ এখন পুরোদস্তুর সুস্থ। উইকেট কিপার-ব্যাটার হিসেবে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হল পন্থকে।”
[আরও পড়ুন: ইডেনের গ্যালারি থেকে শ্রেয়স-রাসেলদের দেখতে হলে খরচ কত?]
এদিকে পন্থ প্রসঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “পন্থ দলে ফেরায় আমাদের ব্যাটিং অনেক শক্তিশালী হল। যদিও সবাইকেই ভালো পারফর্ম করতে হবে। তবে পন্থকে আমরা ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যবহার করব কিনা সেটা নিয়ে এখনও আলোচনা হয়নি।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে পন্থ ভারতীয় দলে জায়গা পান কিনা সেটাই এখন দেখার।