সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধেই একদিন হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন বাবা৷ তারপর সময় গড়িয়েছে৷ এখন বাবার বিছিন্নতাবাদের আদর্শকে হারিয়ে দিচ্ছে তাঁর মেয়েই৷ জাতীয় ভলিবল দলে ডাক পেয়ে এবার দেশের মুখ উজ্জ্বল করার শপথ মেয়ের৷
অনুর্ধ্ব-১৮জাতীয় ভলিবল দলে জায়গা পেয়েছে ওড়িশার শিরিসা কুরামি৷ বাবা ছেলেম্মা কুরামি এককালে ছিলেন মাওবাদী৷ পরে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন৷ শিরিসাও তাই পড়াশোনার সুযোগ পেয়েছে৷ ছোটবেলা থেকেই খেলাধুলোও করতে পেরেছে৷ সরকারি স্কুলে পড়াশোনা করতে করতেই ভলিবলে তার প্রতিভার পরিচয় রাখতে পেরেছে৷ ইতিমধ্যে জেলা ও রাজ্যস্তরে বেশ খ্যাতিও পেয়েছে৷ আর তারই স্বীকৃতি হয়ে যেন এল জাতীয় দলে ডাক৷ চলতি বছরের আগস্টেই চিনে বসছে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার আসর৷ সেখানে অংশ নিচ্ছে ভারতের ছোটদের দলও৷ এই দলেই থাকছে শিরিসা৷
স্বভাবতই নিজের এই কৃতিত্বে খুশি সে৷ তবে সে জানাচ্ছে, তার মতো প্রতিভাবান আরও অনেকেই আছে৷ তার ইচ্ছে, সকলেই সুযোগ পাক ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার৷
তবে পথ অবশ্য খুব সহজ ছিল না৷ নকশাল উপদ্রুত এলাকা হওয়ায় নানা প্রতিকূলতা পেরতে পেরতেই এগোতে হয়েছে তাকে৷ ছোটবেলায় খেলাধুলোর প্রতি তার ঝোঁক দেখে জেলার স্পোর্টস অফিসার গয়েন্দ্র প্রসাদ বাড়ুই ঠিক করে নেন, তার প্রশিক্ষণের বন্দোবস্ত করবেন৷ তারপরই নিজেকে অনেক উন্নত করতে পারে শিরিসা৷ আজ যখন সে জাতীয় দলে ডাক পাচ্ছে তখন খুশি গয়েন্দ্রও৷ মাও উপদ্রুত এলাকার তকমা যে ঘুচিয়ে দিতে পারছে প্রাক্তন মাওবাদীর কন্যা, জেলার এই নতুন মুখ স্বস্তির বলেই মত এলাকাবাসীদেরও৷
The post বাবা প্রাক্তন মাওবাদী, ভলিবলেই দেশের মুখ উজ্জ্বলের শপথ মেয়ের appeared first on Sangbad Pratidin.