shono
Advertisement

বাবা প্রাক্তন মাওবাদী, ভলিবলেই দেশের মুখ উজ্জ্বলের শপথ মেয়ের

এভাবেই বোধহয় বদলে যায় সময়৷ The post বাবা প্রাক্তন মাওবাদী, ভলিবলেই দেশের মুখ উজ্জ্বলের শপথ মেয়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:27 AM May 17, 2017Updated: 04:57 AM May 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধেই একদিন হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন বাবা৷ তারপর সময় গড়িয়েছে৷ এখন বাবার বিছিন্নতাবাদের আদর্শকে হারিয়ে দিচ্ছে তাঁর মেয়েই৷ জাতীয় ভলিবল দলে ডাক পেয়ে এবার দেশের মুখ উজ্জ্বল করার শপথ মেয়ের৷

Advertisement

অনুর্ধ্ব-১৮জাতীয় ভলিবল দলে জায়গা পেয়েছে ওড়িশার শিরিসা কুরামি৷ বাবা ছেলেম্মা কুরামি এককালে ছিলেন মাওবাদী৷ পরে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন৷ শিরিসাও তাই পড়াশোনার সুযোগ পেয়েছে৷ ছোটবেলা থেকেই খেলাধুলোও করতে পেরেছে৷ সরকারি স্কুলে পড়াশোনা করতে করতেই ভলিবলে তার প্রতিভার পরিচয় রাখতে পেরেছে৷ ইতিমধ্যে জেলা ও রাজ্যস্তরে বেশ খ্যাতিও পেয়েছে৷ আর তারই স্বীকৃতি হয়ে যেন এল জাতীয় দলে ডাক৷ চলতি বছরের আগস্টেই চিনে বসছে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার আসর৷ সেখানে অংশ নিচ্ছে ভারতের ছোটদের দলও৷ এই দলেই থাকছে শিরিসা৷

স্বভাবতই নিজের এই কৃতিত্বে খুশি সে৷ তবে সে জানাচ্ছে, তার মতো প্রতিভাবান আরও অনেকেই আছে৷ তার ইচ্ছে, সকলেই সুযোগ পাক ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার৷

তবে পথ অবশ্য খুব সহজ ছিল না৷ নকশাল উপদ্রুত এলাকা হওয়ায় নানা প্রতিকূলতা পেরতে পেরতেই এগোতে হয়েছে তাকে৷ ছোটবেলায় খেলাধুলোর প্রতি তার ঝোঁক দেখে জেলার স্পোর্টস অফিসার গয়েন্দ্র প্রসাদ বাড়ুই ঠিক করে নেন, তার প্রশিক্ষণের বন্দোবস্ত করবেন৷ তারপরই নিজেকে অনেক উন্নত করতে পারে শিরিসা৷ আজ যখন সে জাতীয় দলে ডাক পাচ্ছে তখন খুশি গয়েন্দ্রও৷ মাও উপদ্রুত এলাকার তকমা যে ঘুচিয়ে দিতে পারছে প্রাক্তন মাওবাদীর কন্যা, জেলার এই নতুন মুখ স্বস্তির বলেই মত এলাকাবাসীদেরও৷

The post বাবা প্রাক্তন মাওবাদী, ভলিবলেই দেশের মুখ উজ্জ্বলের শপথ মেয়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার