shono
Advertisement

Breaking News

‘বেড়ে ওঠায় সমস্যা রয়েছে’, স্বামীর পাশে দাঁড়িয়ে গম্ভীরকে তোপ শ্রীসন্থের স্ত্রীর

দুই প্রাক্তন ক্রিকেটারের ঝামেলায় এবার জড়িয়ে পড়লেন শ্রীসন্থের স্ত্রীও।
Posted: 08:40 PM Dec 07, 2023Updated: 08:42 PM Dec 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও শান্তাকুমারন শ্রীসন্থের (S Sreesanth) বিতর্ক নিয়ে জোর চর্চা ভারতীয় ক্রিকেটে।
প্রথমে গম্ভীরকে তোপ দাগেন শ্রীসন্থ। পরে শ্রীসন্থকে জবাব দেন কলকাতা নাইট রাইডার্সের নয়া মেন্টর।
দুই প্রাক্তন ক্রিকেটারের ঝামেলায় এবার জড়িয়ে পড়েন শ্রীসন্থের স্ত্রী ভুবনেশ্বরী। তিনি সরাসরি আক্রমণ করে বসেন গম্ভীরকে। গম্ভীরের শিক্ষা দীক্ষা, বেড়ে ওঠা নিয়েই প্রশ্ন তুলে দেন ভুবনেশ্বরী। শ্রীসন্থের একটি পোস্টে ভুবনেশ্বরী মন্তব্য করেন, ”শ্রী-র কাছ থেকে শুনে অবাকই হয়েছি। শ্রীসন্থের সঙ্গে জাতীয় দলে খেলা একজন ক্রিকেটার কীভাবে এই পর্যায়ে নামতে পারে! সক্রিয় ক্রিকেট থেকে অবসর গ্রহণের বহু পরেও এমন আচরণ কেউ করতে পারে। মাঠের ভিতরে এমন সব আচরণ দেখলে মনে হয় বেড়ে ওঠাতেই সমস্যা রয়েছে।খুব দুঃখজনক।” 

Advertisement

[আরও পড়ুন: ‘দৃষ্টি হারাতে বসেছিলাম’, দ্রুত অবসর নেওয়া প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য ডি ভিলিয়ার্সের]

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র শান্তাকুমারন শ্রীসন্থ। এবার নয়া বিতর্কে জড়ালেন তিনি। সরাসরি কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে একের পর এক বিস্ফোরক অভিযোগে বিদ্ধ করলেন শ্রীসন্থ। শ্রীসন্থ বিস্ফোরণের জবাবও দিলেন গৌতম গম্ভীর। কী বললেন কলকাতা নাইট রাইডার্সের নয়া মেন্টর? 


শ্রীসন্থের কটাক্ষ ‘মিস্টার ফাইটার’ গম্ভীর সবার সঙ্গেই লড়াই করেন। এমনকী, সিনিয়রদেরও সম্মান করেন না। শ্রীসন্থের সঙ্গে গম্ভীরের বিবাদের সূত্রপাত লেজেন্ডস ক্রিকেট লিগ (Legends Cricket League) থেকে। অবসর নেওয়া ক্রিকেটারদের ওই লিগে বুধবার শ্রীসন্থের দল গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয়েছিল গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস। ওই ম্যাচেই শ্রীসন্থকে পর পর ছক্কা এবং বাউন্ডারি মারেন গম্ভীর। তারপর মাঠের মধ্যেই দুই তারকার মধ্যে উত্তপ্ত দৃষ্টি বিনিময় হয়। বিবাদের শুরু সেখান থেকেই।
শ্রীসন্থ বিস্ফোরণ ঘটানোর পরে গৌতম গম্ভীর পালটা দিয়েছেন। এক্স অ্যাকাউন্টে গম্ভীর লিখেছেন, ”স্মাইল হোয়েন দ্য ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট অ্যাটেনশন।” গম্ভীর বলতে চাইলেন, গোটা বিশ্ব যখন দৃষ্টি আকর্ষণ করতে চায়, তখন হাসাই উচিত। গম্ভীর যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে তিনি ভারতের জাতীয় দলের জার্সি পরে রয়েছেন। মুখে লেগে রয়েছে হাসি। শ্রীসন্থের তোপ হাসি দিয়েই ফুৎকারে উড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন তারকা। শ্রীসন্থের স্ত্রীও মন্তব্য করে বসেন এই বিতর্কিত অধ্যায়ে। 

[আরও পড়ুন: শ্রীসন্থ বিস্ফোরণের জবাবে গম্ভীরের ‘হাসি’, কী বললেন তিনি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement