সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই ধাক্কার জন্য কোনও ভারতীয় সমর্থক তৈরি ছিলেন না। এমনকি খোদ সূর্য কুমার যাদবও (Suryakumar Yadav) নন। তবে সত্যিটা তো মেনে নিতেই হবে। টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটারের বাঁ পায়ের গোড়ালির চোট এতটাই গুরুতর যে, তাঁর সম্বল এখন ক্রাচ। ক্রাচে ভর দিয়ে রাস্তাতে হাঁটতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন ‘স্কাই’।
এই ভিডিওতে দেখা গিয়েছে ক্রাচে ভর দিয়ে তিনি রাস্তায় হাঁটছেন। পাশাপাশি নিউম্যাটিক ওয়াকার (হাঁটার) বুট পড়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিও-র ক্যাপশনে তারকা ব্যাটার লিখেছেন, ‘একটু সিরিয়াসভাবে বলতে গেলে যে কোনও ধরনের চোট কোনরকম কিছু মজার নয়। তবে আমি এই চোটকে মেনে নিয়েই এগিয়ে যাব। খুব তাড়াতাড়ি ফিরব প্রতিশ্রুতি দিলাম। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ফিট হয়ে যাব। আশা করছি আপনারা সবাই ছুটির মরশুম উপভোগ করছেন। প্রতিদিন আমি নতুন নতুন আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছি।’
[আরও পড়ুন: ব্যাটে-বলে নিখুঁত অলরাউন্ড পারফরম্যান্স, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট জিতল ভারত]
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৬ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচ জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে। পাশাপাশি সূর্যর ব্যাট থেকে ঝকঝকে একটি শতরান বেরিয়ে আসে। কিন্তু সেই ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি পায়ে মারাত্মক চোট পান। দ্বিতীয় ইনিংসের পাওয়ার প্লে’র শুরুতেই অর্থাৎ ৬ ওভারের মধ্যেই চোট পেয়ে তিনি মাঠের বাইরে চলে যান। ফিল্ডিং করার সময় তাঁর গোড়ালি মুচড়ে যায়। শেষ পর্যন্ত সতীর্থদের কাঁধে ভর দিয়ে তিনি মাঠ ছাড়েন। অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছিল যে তিনি পায়ের উপর ভর দিতেই পারছিলেন না। বাকি ম্যাচে রবীন্দ্র জাদেজা টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন। আর এর পর সূর্যকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেল।
স্ক্যান করে জানা গিয়েছে তাঁর গ্রেড-২ ‘টিয়ার’ রয়েছে। অর্থাৎ ছিঁড়ে গিয়েছে। ফিল্ডিং করার সময় তাঁর গোড়ালি হঠাৎ করেই ঘুরে গিয়ে এই বিপত্তি দেখা গিয়েছিল। তাঁর স্ক্যান রিপোর্ট দেখার পরে চিকিৎসকরা জানিয়েছেন সূর্যকে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে আর ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না। নতুন বছরে ঘরের মাঠে ভারতের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। প্রতিপক্ষ আফগানিস্তান দল। এই সিরিজে সূর্যর সার্ভিস পাবে না ভারতীয় দল।
একদিনের ক্রিকেটে তেমন সাফল্য না পেলেও, ২০ ওভারের ফরম্যাটে সূর্যর পারফরম্যান্স দেখার মতো। এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন তিনি। ৬০টি ম্যাচে করেছেন ২১৪১ রান। সর্বোচ্চ ১১৭ রান ইংল্যান্ডের বিরুদ্ধে। গড় ৪৫.৫৫। স্ট্রাইক রেট ১৭১.৫৫। সঙ্গে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি। এর মধ্যে চলতি বছর সূর্য ফর্মের তুঙ্গে ছিলেন। মাত্র ১৮টি ম্যাচে করেছিলেন ৭৩৩ রান। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১১২ রান। গড় ৪৮.৮৬। স্ট্রাইক রেট ১৫৫.৯৫। সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি। খুব স্বাভাবিকভাবেই সূর্যর এই চোট টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে। কারণ এই মুহূর্তে পরপর সিরিজ রয়েছে। আবার আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে প্রত্যেকেই চাইছে যাতে সূর্য ফিট হয়ে উঠুক।