shono
Advertisement

Breaking News

ছ’বছর আগের বিশ্বকাপ জয়ের স্মৃতিতে বুঁদ শচীন-বীরুরা

২০১১ সালের ২ এপ্রিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২৮ বছর পর বিশ্বসেরা হয়েছিল ভারত। The post ছ’বছর আগের বিশ্বকাপ জয়ের স্মৃতিতে বুঁদ শচীন-বীরুরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:10 PM Apr 02, 2017Updated: 03:47 PM Dec 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছ’বছর আগে ২ এপ্রিল দিনটি এখনও হয়তো মনে করে রেখেছেন ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। কারণ ১৯৮৩-র পর ২০১১ সালের ২ এপ্রিল ফের একবার বিশ্ব ক্রিকেটে সেরার মুকুট উঠেছিল ভারতের মাথায়। সেই দলের অনেকেই আজ জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। এমনকী অধিনায়কও পাল্টে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনির জায়গায় টিম ইন্ডিয়ার গুরুদায়িত্ব বর্তমানে বিরাট কোহলির কাঁধে। কিন্তু ধোনি হয়ত আজও স্মৃতির মণিকোঠায় ওই দিনটির কথা মনে করছেন। ওয়াংখেড়েতে তাঁর ছয়ের পরেই তো আনন্দে ভেসে গিয়েছিল গোটা দেশ। সেই আনন্দ ছিল কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জেতার, ২৮ বছর পর দ্বিতীয়বার ভারতসেরা হওয়ার। তাই ছ’বছর কেটে গেলেও অনেকেই দিনটিকে ভুলতে পারেননি।

Advertisement

[‘কৃষ্ণ কিংবদন্তি ইভটিজার’, শুনে চটে লাল বিজেপি]

রবিবার ছিল ধোনির ভারতের বিশ্বকাপ জয়ের ছ’বছর পূর্তি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই সংক্রান্ত নানা স্মৃতি শেয়ার করেছেন। তালিকায় নাম রয়েছেন তৎকালীন ভারতীয় দলের বিশ্বস্ত সৈনিক শচীন তেন্ডুলকর-বীরেন্দ্র শেহবাগও। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে শচীন লেখেন, ‘কখনও নিজের স্বপ্নের পিছনে দৌড়ানো বন্ধ কোর না। স্বপ্ন সত্যি হয়। আর এটা আমার জীবনের সেরকমই একটি মুহূর্ত।’

অন্যদিকে, নিজের টুইটার হ্যান্ডেলে দু’টি ছবি পোস্ট করেন বীরু। নিজের টুইটে ধোনির কথাও উল্লেখ করেন তিনি। লেখেন, ‘ছ’বছর আগে এই দিনেই ধোনি নিজের স্টাইলেই ম্যাচটি শেষ করেছিল। একটি দল হিসেবে আমরা স্বপ্নকে ছুঁতে পেরেছি এবং বিশ্বকাপ জিতেছি। বর্তমান প্রজন্মের জন্য যা সবচেয়ে সুন্দর স্মৃতি।’

শুধু বীরু নন, মহম্মদ কাইফ-আকাশ চোপড়ারাও ভারতের বিশ্বকাপ জয় নিয়ে টুইট করেছেন। কাইফ লেখেন, ‘ওয়াংখেড়েতে সেদিন এক অসাধারণ মুহূর্ত ছিল। গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি ভারতকে জয় এনে দেন। সেই সঙ্গে ঘরের মাঠে আমরা বিশ্বকাপও জিতে নিয়েছিলাম।’

The post ছ’বছর আগের বিশ্বকাপ জয়ের স্মৃতিতে বুঁদ শচীন-বীরুরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement