shono
Advertisement

ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে হায়দরাবাদে ধরাশায়ী নাইটবাহিনী

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগে আজ ডাহা ফেল করল গম্ভীর অ্যান্ড কোম্পানি। The post ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে হায়দরাবাদে ধরাশায়ী নাইটবাহিনী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:14 PM Apr 30, 2017Updated: 10:52 AM Jul 11, 2018

সানরাইজার্স হায়দরাবাদ- ২০৯/৩ (ওয়ার্নার ১২৬, ক্রিস ওকস ৪৬/১)

Advertisement

কলকাতা নাইট রাইডার্স- ১৬১/৭ (রবিন উথাপ্পা ৫৩, মহম্মদ সিরাজ ২৬/২ )

হায়দরাবাদ জয়ী ৪৮ রানে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝুলিতে টানা তিন ম্যাচ জয় নিয়ে খেলতে নেমেছিল দল। এবারের আইপিএল মরশুম এখনও পর্যন্ত রোলার কোস্টার রাইডের মতোই ছিল। কিন্তু সবদিন সমান যায় না। মাঝে মাঝে হারের স্বাদ চাখতে হয়। তেমনটাই হল রবিবার। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ওয়ার্নার ঝড়ের দাপটে কার্যত উড়ে গেল নাইটবাহিনী। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি করলেন সানরাইজার্স অধিনায়ক। দলের অধিনায়ক হিসাবে এটাই প্রথম সেঞ্চুরি তাঁর। মাত্র ৫৯ বলে ১২৬ রানের তাঁর বুম বুম ইনিংস দারুন উপভোগ করল রবিবাসরীয় হায়দরাবাদ। আর উল্টোদিকে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগে আজ ডাহা ফেল করল গম্ভীর অ্যান্ড কোম্পানি। ফলাফল যা হওয়ার তাই হল। সানরাইজার্সের বিশাল ২০৯ রানের জবাবে নাইটদের ইনিংস থামল ১৬১ রানে। ৪৮ রানে ম্যাচ জিতল হায়দরাবাদ। ম্যান অফ দ্য ম্যাচ এবং অরেঞ্জ ক্যাপের নয়া মালিক হলেন ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে এই নিয়ে পাঁচটি ম্যাচ জিতল চারমিনারের শহরের টিম।

এদিন প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে সানরাইজার্স তোলে ২০৯ রান। বিধ্বংসী মেজাজে ছিলেন অজি ব্যাটসম্যান ওয়ার্নার। ১২৬ রানের ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং ৮টি ছয়। নাইটদের কুল্টার-নাইল, উমেশ যাদব, ক্রিস ওকস, সুনীল নারিন, কুলদীপ যাদব এমনকি ইউসুফ পাঠান, কাউকেই রেয়াত করেননি ওয়ার্নার। খুনে মেজাজে একের পর এক চার-ছয় হাঁকিয়েছেন। বোলার-ফিল্ডাররা শুধুই দর্শকের ভূমিকা পালন করেছেন। তাঁর উল্টোদিকে আরেক ওপেনার শিখর ধাওয়ানও ছিলেন এই বিধ্বংসী ব্যাটিংয়ের দর্শক। তিনি ২৯ রান করেন। ধাওয়ান আউট হতেই কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে বোলিং নিকেশ জারি রাখেন ওয়ার্নার। উইলিয়ামসনও তাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে এদিন আউট অফ দ্য বক্স ব্যাটিং করেন। তিনি করেন ৪০ রান। নাইটদের সব বোলারই প্রচুর মার খেয়েছে। বোলাররা মাত্র একটি উিকেট ফেলতে পেরেছেন। বাকি দুটি রান আউট। তাই তাঁদের নিয়ে আলাদা করে কিছু বলার নেই।

রান তাড়া করতে নেমেই শুরুতেই বিপত্তি নাইটদের। এদিন ফের সুনীল নারিনকে নিয়ে ওপেন করতে নামেন গম্ভীর। রোজ রোজ কি এক স্ট্র্যাটেজি কাজ করে? মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন নারিন। গম্ভীর এদিন ব্যর্থ হন। মাত্র ১১ রান করে আউট হন তিনি। এরপর কিছুটা হাল ধরেন রবিন উথাপ্পা এবং মনীশ পাণ্ডে। পার্টনারশিপ গড়ে লক্ষ্যের দিকে এগোচ্ছিলেন। তখনই গোদের উপর বিষফোড়ার মতো শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় ৪৭ মিনিট।

খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ধস নামে নাইট ব্যাটিং লাইন আপে। উথাপ্পা ৫৩ রানে এবং মনীশ ৩৯ রানে আউট হন।

তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে নাইটদের ব্যাটিং লাইন আপ। সানরাইজার্সের সবচেয়ে সফল বোলার এদিন ভুবনেশ্বর কুমার ও মহম্মদ সিরাজ। দুজনেই ২ উইকেট করে নিয়েছেন।

সবশেষে রইল ওয়ার্নারের সেই বিধ্বংসী ব্যাটিংয়ের ঝলক-

ছবি ও ভিডিও সৌজন্যে- BCCI

The post ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে হায়দরাবাদে ধরাশায়ী নাইটবাহিনী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার