সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনে পড়ে পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির উইকেট শিকারের মুহূর্ত? ব্যাটসম্যানকে নাস্তানাবুদ করে ২২ গজের দিকে দুহাত ছড়িয়ে এগিয়ে আসছেন আফ্রিদি। মুখে স্বভাবসিদ্ধ অভিব্যক্তি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই দৃশ্য বহুবার ক্যামেরাবন্দি হয়েছে। আফ্রিদি ভক্ত যেমন প্রিয় ক্রিকেট তারকার আক্রমণাত্মক ভঙ্গি মনে রেখেছন। তেমনই ক্রিকেটপ্রেমীদের চোখেও এই দৃশ্য ভাসে। এবার বাবার স্টাইলেই উইকেট সেলিব্রেশনে মাতল আফ্রিদি-কন্যা আসমারা। টুইটার অ্যাকাউন্টে প্রিয় কন্যার এমনই ছবি শেয়ার করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার। ছবিটা ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। তবে শুধু আসমারা নয়, আফ্রিদি অনুরাগীরা দেখছেন, আসমারার পিছনেই বিশ্রাম করছে পশুরাজ সিংহ।
[এশিয়া কাপে ইতিহাস, ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশ]
এখানে মেয়ের ছবির পাশাপাশি নিজের ছবিও শেয়ার করেছেন আফ্রিদি। যেখানে একটি হরিণ শাবককে কোলে নিয়ে দুধ খাওয়াতে দেখা যাচ্ছে তাঁকে। ক্যাপশনে লিখেছেন,‘প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর অনুভূতিই আলাদা। তারপর সে যখন আত্মজা হয়তো কথাই নেই। সেই মেয়ে কিনা বাবার উইকেট শিকারের স্টাইল অনুকরণ করছে। তবে শুধু প্রিয়জনদের সান্নিধ্যই নয়, জীবজন্তুদের যত্ন নেওয়াও মানুষের কর্তব্য। তারাও আমাদের ভালবাসা ও যত্নের অন্যতম দাবিদার।’ পাক ক্রিকেটারের এই বার্তা প্রকাশ্যে আসতেই ছবিদুটি ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে নেটিজেনদের কমেন্ট।
[শচীনের উদ্যোগে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলো, বরাদ্দ ১,১০০ কোটি]
উল্লেখ্য, ২০১৭-র ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শাহিদ আফ্রিদি। ১৯৯৬ অর্থাৎ ক্রিকেট বিশ্ব যখন থেকে বাইশ গজের বাউন্ডারিতে তাঁকে দেখছে, তখন থেকেই তিনি ভক্তদের প্রিয় তারকা। সেই অবিস্মরণীয় ওয়ানডে ম্যাচ যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন আফ্রিদি। আন্তর্জাতিক স্তরে এটি ছিল পাক ক্রিকেটারের দ্বিতীয় ম্যাচ। যে রেকর্ড ১৮ বছর ধরে অমলিন ছিল। তাই শুধু চিরপরিচিত উইকেট শিকারের আনন্দোচ্ছ্বাস ভঙ্গিই নয়। বিশ্ব ক্রিকেটের দুনিয়ায় আফ্রিদির মারাকাটরি ব্যাটিং স্টাইলও তাঁকে অনুরাগীদের মনের মণিকোঠায় রেখেছে। মাত্র ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন এই তারকা। তাতে তাঁর রান সংগ্রহ ১,১৭৬, সর্বোচ্চ রান করেছেন ১৫৬, ৪৮টি উইকেট। অন্যদিকে ৩৯৮টি ওয়ানডে ম্যাচ খেলে আফ্রিদির ঝুলিতে ৮,০৫৪ রান। নিয়েছেন ৩৯৫টি উইকেট। ওয়ানডে-তে সর্বোচ্চ ১২৪ রান করেছেন। টি-টোয়েন্টি কেরিয়ারে খেলেছেন ৯৮টি ম্যাচ। ৯৭টি উইকেট শিকারের পাশাপাশি রান সংখ্যা ১,৪০৫।
The post সিংহের সঙ্গে বাবার স্টাইলে উইকেট উদযাপন আফ্রিদি কন্যার, ছবি ভাইরাল appeared first on Sangbad Pratidin.
