সুদীপ রায়চৌধুরী: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তাই আপাতত রাজ্যে লাগু আদর্শ আচরণবিধি। এই পরিস্থিতিতে বঙ্গে প্রধানমন্ত্রী রোজগার মেলা বন্ধ রাখার নির্দেশ নির্বাচন কমিশনের। উল্লেখ্য, আগামী ১৩ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী রোজগার মেলার আয়োজন করা হয়।
সূত্রের খবর রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৮ জুলাই ভোটাভুটি। তাই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আর রাজ্যে রোজগার মেলা করতে দেওয়া সম্ভব নয়। নির্বাচন শেষ হলে ফের রোজগার মেলা চালু করা যেতে পারে।
[আরও পড়ুন: দিল্লি পুলিশের রিপোর্টে স্বস্তিতে কুস্তিগিররা, রেফারির বিস্ফোরক বয়ানে চাপ বাড়ল ব্রিজভূষণের]
আগামী ১৩ জুন রাজ্যে রোজগার মেলা হওয়ার কথা ছিল। শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গসফরে এসে রোজগার মেলায় যোগ দিতে পারেন। রোজগার মেলাকে গেরুয়া শিবির প্রচারের হাতিয়ার করতে পারে বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। তবে তারই মাঝে নির্বাচন কমিশনের নির্দেশে কিছুটা হতাশ পদ্মশিবির।