সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। রবিবার সকাল ১১টা নাগাদ গিরিশ পার্কে মেট্রোর নিচে ঝাঁপ দেন এক যুবক। মেট্রো রেল সূত্রে খবর, তার শরীরের উপর দিয়ে মেট্রোর দু’টি কোচ চলে গিয়েছে। পাওয়ার কাট করে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনার জেরে দমদম থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো চলছে। রবিবার এমনিই দেরিতে মেট্রো চালু হয়। তার উপর আবার এই ঘটনায় চরম ভোগান্তিতে যাত্রীরা।
কপ্টারে চেপে বাঘ আসছে রাজ্যে
শনিবার রাতেই চার বছরের ছেলেকে নিয়ে নেতাজি ভবন স্টেশনে মেট্রোয় ঝাঁপ দেন মৌ দাস (২৭) নামে এক মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শিশু সৌম্যজিত দাসকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৌয়ের মোবাইল ফোনের কললিস্ট ঘেঁটে দেখছে পুলিশ। সেই ঘটনার পর ২৪ ঘণ্টাও কাটেনি। আবার মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা। প্রশ্ন উঠছে, মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
ঋতব্রতর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, পার্টির অবস্থান নিয়ে প্রশ্ন
The post ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা appeared first on Sangbad Pratidin.