shono
Advertisement

গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা জিইয়ে রেখেই হিমাচলের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা কংগ্রেসের, শপথ রবিবারই

একজন উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে কংগ্রেস, আরও একজনকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে।
Posted: 07:28 PM Dec 10, 2022Updated: 07:32 PM Dec 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu)। দীর্ঘ টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রী পদে সুখুর নাম ঘোষণা করেছে কংগ্রেস হাইকম্যান্ড। মুখ্যমন্ত্রী পদের আরেক দাবিদার মুকেশ অগ্নিহোত্রীকে করা হচ্ছে উপমুখ্যমন্ত্রী। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিংকে কোনও প্রশাসনিক পদ দেওয়া হচ্ছে না। তবে তাঁর ছেলে বিক্রমাদিত্য সিংকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে বলে কংগ্রেস সূত্রের খবর। রবিবার সকাল ১১টাতেই হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সুখু।

Advertisement

হিমাচল প্রদেশ বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর কংগ্রেসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গোটা দলকে একত্রিত রেখে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া। ৬৮ আসনের হিমাচল বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৫। কংগ্রেস জিতেছে ৪০টি আসন। অর্থাৎ কংগ্রেস সুস্পষ্টভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই জয়ের পর মুখ্যমন্ত্রী হওয়ার প্রবল দাবিদার যারা ছিলেন তাঁরা হলেন বর্তমান কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভন্দ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং। প্রাক্তন রাজ্য সভাপতি তথা জয়ী বিধায়ক সুখবিন্দর সিং সুখু এবং বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী (Mukesh Agnihotri)।

[আরও পড়ুন: বিজেপিতে গিয়ে জয় হার্দিকের, হার কংগ্রেসের জিগনেশের! কী হল বাকি হেভিওয়েটদের?]

প্রথমে কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়, বিধায়কদের বৈঠকেই মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেইমতো শুক্রবার শিমলায় দলের বিধায়কদের বৈঠকও ডাকা হয়। কিন্তু বৈঠকের আগেই এআইসিসি পর্যবেক্ষকদের সামনে বিক্ষোভ দেখান প্রতিভা সিংয়ের অনুগামীরা। তাতে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা আরও বাড়ে। সেকারণেই শুক্রবার বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি কংগ্রেস নেতারা। শেষপর্যন্ত বিধায়কদের দিয়ে একটি প্রস্তাব পাশ করানো হয়। যাতে বলা ছিল, মুখ্যমন্ত্রী নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ড।

একদিন বাদেই হাইকম্যান্ডের সিদ্ধান্ত এল। মুখ্যমন্ত্রী বাছা হল সুখবিন্দর সিং সুখুকে। হামিরপুর জেলার নদায়ুন কেন্দ্রের চারবারের বিধায়ক রাহুল গান্ধীর ঘনিষ্ঠ। সেকারণেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। সুখুকে মুখ্যমন্ত্রী করার পাশাপাশি উপমুখ্যমন্ত্রী করা হয়েছে প্রাক্তন বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রীকে। আরও একজনকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। তিনি বীরভদ্র সিংহের ছেলে বিক্রমাদিত্য সিং। কারণ, বীরভদ্রর স্ত্রী প্রতিভা সিং কোনও প্রশাসনিক পদ পাননি। তিনি আপাতত কংগ্রেসের রাজ্য সভানেত্রীই থাকবেন। সুখুর সঙ্গে বীরভদ্র সিংয়ের পরিবারের সম্পর্ক তেমন ভাল নয়। স্বাভাবিকভাবেই সুখু মুখ্যমন্ত্রী হওয়ায় খুব একটা খুশি হবেন না প্রতিভা। যার ফলে কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা থাকছেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement