shono
Advertisement

Breaking News

দেশের স্বার্থ সবার আগে, ‘বন্ধু’ইমরানের শপথ মঞ্চে থাকছেন না গাভাসকর

যাচ্ছেন পাঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু৷ The post দেশের স্বার্থ সবার আগে, ‘বন্ধু’ ইমরানের শপথ মঞ্চে থাকছেন না গাভাসকর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:50 PM Aug 12, 2018Updated: 02:20 PM Aug 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান৷ পাক প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না৷ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাসকর৷ না যাওয়ার কারণ হিসাবে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত সমস্যা ও ব্যস্ততাকে৷ যদিও তাঁর এই যুক্তি মানতে নারাজ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ৷ বরং তারা বলছেন, দেশের স্বার্থকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন গাভাসকর৷ দেশকে গুরুত্ব দিয়ে, ‘পরম বন্ধু’ ইমরানের বিশেষ দিনে উপস্থিত থাকা থেকে নিজেকে বিরত রাখছেন তিনি৷

Advertisement

[চিনের উপর নজরদারিতে অর্ধশতক আগে গোপন অভিযান ইন্দো-মার্কিন গোয়েন্দাদের!]

পাক নির্বাচনে জয়ী ঘোষণা হওয়ার পরেই জল্পনা শুরু হয়, ভাবি প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণের দিনক্ষণ নিয়ে৷ প্রথমে জল্পনা ছড়ায়, ১১ আগস্ট শপথ নেবেন ইমরান খান৷ তারপর জানা যায়, ১৪ আগস্ট, পাক স্বাধীনতা দিবসের দিন শপথ নেবেন তিনি৷ কেবল শপথগ্রহণের দিনক্ষণই নয়, অতিথি তালিকায় কোন কোন ভারতীয় বন্ধুকে আমন্ত্রণ জানাবেন প্রাক্তন এই পাক ক্রিকেট অধিনায়ক, তাই নিয়েও দানা বাঁধে কৌতূহল৷ অবশেষে সমস্ত জল্পনার অবসান হয় শনিবার৷ জানা যায়, আগামী ১৮ আগস্ট শপথ গ্রহণ করবেন পাকিস্তান তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই) প্রধান এবং আমন্ত্রিতদের তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেটের তিন তারকার, সুনীল গাভাসকর, অনিল কুম্বলে ও নভজ্যোত সিং সিধু৷ তবে এরপরেই শুরু হয় বিতর্ক৷ স্পষ্ট ভাষায় আমন্ত্রণ গ্রহণে অস্বীকার করেন ‘লিটল মাস্টার’ সুনীল গাভাসকর৷ মাস্টার স্ট্রোক দিয়ে জানিয়ে দেন, ইংল্যান্ড-ভারত টেস্ট ম্যাচ নিয়ে ব্যস্ত রয়েছেন তনি৷ ফলে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারবেন না৷ পাশাপাশি জানা গিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু৷ ইতিমধ্যে, এই সংক্রান্ত অনুমতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থও হয়েছেন তিনি৷

[অত্যাধুনিক রুশ কায়দায় এবার যুদ্ধকৌশল শিখবে পাক সেনা]

বন্ধু ইমরানের শপথ গ্রহণে না যাওয়ার জন্য সুনীল গাভাসকর ব্যস্ততার যুক্তি দিলেও তা ঠিক হজম করতে পারছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷ অনুমান, ভারত-পাক বর্তমান সম্পর্কের কথা মাথায় রেখে এবং দেশের স্বার্থকে এগিয়ে রেখেই ‘পরম বন্ধু’কে ‘না’ বলার সাহস দেখাতে পেরেছেন তিনি৷ কারণ, পাক নির্বাচনে জয়ের পর প্রথম জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণই হোক বা নির্বাচনী প্রচার, কখনই ভারতের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেননি পিটিআই প্রধান ইমরান খান৷ নির্বাচনী প্রচারে একাধিক সময়ে তাকে ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে৷ যার ফলে তিনি বাহবা কুড়িয়েছেন পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলির৷ এমনকি, জয়ী ঘোষণা হওয়ার পর প্রথম ভাষণেও কাশ্মীর নিয়ে ভারতকে খোঁচা দিতে শোনা গিয়েছে তাঁকে৷ সমগ্র ভাষণের কোথাও উল্লেখ করেননি সন্ত্রাসবাদের ইস্যুকে৷ এমনকি পাক সেনা ও আইএসআই-এর মন্ত্রে কাজ করারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ এহেন ইমরানের শপথে হাজির না থেকে আদতে দেশকেই শ্রদ্ধা জ্ঞাপন করলেন সুনীল গাভাসকর৷ মনে করছে বিশেষজ্ঞমহল৷

The post দেশের স্বার্থ সবার আগে, ‘বন্ধু’ ইমরানের শপথ মঞ্চে থাকছেন না গাভাসকর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement