shono
Advertisement

ফের পাকিস্তানে বিধ্বংসী মেজাজে তারা সিং, এবার কোন উদ্দেশ্য? দেখুন ‘গদর ২’র টিজার

হ্যান্ড পাম্পের বদলে এবার সানির হাতে বিশাল চাকা।
Posted: 01:40 PM Jun 12, 2023Updated: 01:40 PM Jun 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিধ্বংসী মেজাজে তারা সিং। নতুন লক্ষ্য নিয়ে গিয়েছে পাক মুলুকে। হ্যান্ড পাম্পের বদলে এবার বিশাল চাকা হাতে তুলে নিয়েছে শত্রুকে উচিত শিক্ষা দিতে। ধুন্ধুমার অ্যাকশনের আভাস নিয়ে প্রকাশ্যে ‘গদর ২’র টিজার।

Advertisement

বাইশ বছর আগে বক্স অফিস কাঁপিয়েছিল ব্লকব্লাস্টার ছবি ‘গদর: এক প্রেম কথা’ (Gadar: Ek Prem Katha)। দেশপ্রেম উসকে দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সানি দেওল (Sunny Deol) ও আমিশা প্যাটেল। সেই সিনেমা গত সপ্তাহে আবারও সিনেমা হলে 4K প্রযুক্তি এবং ডলবি সাউন্ডে মুক্তি পেয়েছে। এবার প্রকাশ্যে এল সিক্যুয়েলের টিজার।

[আরও পড়ুন: কেন ‘আদিপুরুষ’-এর প্রচারে নেই ‘লঙ্কেশ’ সইফ? উত্তর খুঁজলেন নেটিজেনরা]

এবারও ছবির পরিচালক অনিল শর্মা। আগের ছবিতে স্ত্রী সাকিনাকে (আমিশা প্যাটেল) উদ্ধার করতে পাক মুলুকে গিয়েছিল তারা সিং। একাই লড়ে ফিরিয়ে এনেছিল নিজের সাকিনাকে। তবে এবারে ছেলে জিতে ওরফে চরণজিৎকে উদ্ধার করতে এই পাক সফর। ছবিতে আমিশাকেও দেখা যাবে সাকিনা হিসেবে। জিতে হয়েছেন পরিচালকের ছেলে উৎকর্ষ শর্মা।

প্রসঙ্গত, উৎকর্ষই ‘গদর: এক প্রেম কথা’ ছোট্ট জিতে হিসেবে কাজ করেছেন। তখন তিনি ছিলেন শিশুশিল্পী। এখন নায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন। ছবিতে তাঁর বিপরীতে দেখা যেতে পারে সিমরত কউরকে। এর আগে দু’টি তেলুগু ও একটি হিন্দি (সোনি) সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। আসন্ন ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘গদর: দ্য কথা কন্টিনিউজ’ (Gadar 2: The Katha Continues)।

[আরও পড়ুন: পাশে পড়ে খালি মদের বোতল, বিনা পোশাকেই ছবি পোস্ট ‘মন ফাগুন’-এর পিহুর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement