সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেনতেন প্রকারে মেটানো গেল কর্ণাটকের সমস্যা। এবার পালা রাজস্থানের। মরুরাজ্যে এবার মরুঝড়ের মুখে কংগ্রেস। শচীন পাইলট (Sachin Pilot) এবং অশোক গেহলট এতদিন একে অপরকে বাক্যবাণে বিঁধছিলেন, এবার তাঁদের সমর্থকরা সোজা রাস্তায় নেমে হাতাহাতি শুরু করে দিলেন।
বৃহস্পতিবার জয়পুরে কংগ্রেসের (Congress) বৈঠকে দুই নেতার অনুগামীদের মধ্যে বিবাদ বেঁধে যায় বলে খবর। শুরু হয় হাতাহাতি। কংগ্রেসের তরফে এই এলাকার কর্মীদের মতামত জানানোর জন্য সভার আয়োজন হয়েছিল। সেটাই একপ্রকার রণক্ষেত্র আকার ধারণ করে। একাধিক কংগ্রেস কর্মী আহত হন। শেষে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
[আরও পড়ুন: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে সফরের আমন্ত্রণে বৈষম্য! ডাক পেল BJP, ‘ব্রাত্য’ বিরোধীরা]
বিধানসভা নির্বাচনের রাজস্থানে (Rajasthan) গেহলট-পাইলট দ্বন্দ্ব চরমে। দিন কয়েক আগে নিজের দলের সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। মুখ্যমন্ত্রী গেহলটকে তিনি দিন পনেরোর সময় দিয়েছেন। এই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
[আরও পড়ুন: পালিয়েও প্রাণরক্ষা হল না, কটকের হাসপাতালে মৃত এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগ]
পাইলট-গেহলট দ্বন্দ্ব এই নতুন নয়, ২০২০ সালে রাজস্থানের তৎকালীন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের (Sachin Pilot) নেতৃত্বে বিদ্রোহ শুরু করেন তাঁর অনুগামীরা। মুখ্যমন্ত্রী পদে অশোক গেহলটের (Ashok Gehlot) পরিবর্তে পাইলটকে বসাতে চেয়ে আন্দোলন শুরু হয়। পরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় পাইলটকে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব থাকে গেহলটের হাতেই। গেহলট অভিযোগ করেন, সেসময় তাঁর সরকার ফেলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল, সেটা আসলে হয়েছিল বিজেপির ইশারায়। তাতে শামিল হয়েছিলেন পাইলট। এখনও কার্যত একই রকম পরিস্থিতি। কংগ্রেস বলছে, কর্ণাটক সমস্যা মিটলেই নজর দেওয়া হবে রাজস্থানে।