shono
Advertisement

Breaking News

রাজনৈতিক দলগুলিকে অনুদান সম্পর্কিত তথ্য জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

স্বচ্ছতার পক্ষে সওয়াল করে নির্বাচনী বন্ডকে বৈধ ঘোষণা শীর্ষ আদালতের৷ The post রাজনৈতিক দলগুলিকে অনুদান সম্পর্কিত তথ্য জমার নির্দেশ সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:54 AM Apr 12, 2019Updated: 06:04 PM Apr 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী বন্ডকে বৈধ ঘোষণা করল সুপ্রিম কোর্ট৷ এই ইস্যুতে স্বচ্ছতার পক্ষে সওয়াল করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ অন্তর্বর্তীকালীন রায়ে সমস্ত রাজনৈতিক দলকে অনুদান সম্পর্কিত সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ৷ ১৫ মে পর্যন্ত অনুদান সম্পর্কিত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ৷ আগামী ৩০ মে নির্বাচন কমিশনকে মুখবন্ধ খামে ওই তথ্য জমা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের৷

Advertisement

[ আরও পড়ুন: স্নাতক নন, অবশেষে নির্বাচনী হলফনামায় স্বীকার স্মৃতি ইরানির  ]

সূত্রের খবর, এদিন রায়দানের সময় শীর্ষ আদালতের তরফে ইলেকশন বন্ড ইস্যুতে স্বচ্ছতা বজায় রাখার পক্ষে বারবারই জোর দেওয়া হয়৷ এবং বুঝিয়ে দেওয়া হয় যে নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে বদ্ধপরিকর দেশের শীর্ষ আদালত৷ কারণ, এর পরিণাম হতে পারে মারাত্মক৷ কী থাকবে ওই তথ্যে? আদালত সূত্রে খবর, তথ্য হিসাবে থাকতে হবে, রাজনৈতিক দলকে কে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে, কবে সেই টাকা ওই রাজনৈতিক দলের ফান্ডে জমা পড়েছে ইত্যাদি৷ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে শীর্ষ আদালতে এই মামলা করা হয়৷ আদালত সূত্রে খবর, রায়দানের সময় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা জানান, আদালতের তরফে নির্বাচন কমিশনের অবস্থান পরীক্ষা করে দেখা হয়েছে। গোটা বিষয়টিতে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে।

[ আরও পড়ুন: ঋতুস্রাবের ‘শাস্তি’ জরিমানা, বাধ্য হয়ে জরায়ু বাদ মহিলা শ্রমিকদের ]

 

The post রাজনৈতিক দলগুলিকে অনুদান সম্পর্কিত তথ্য জমার নির্দেশ সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement