গোবিন্দ রায়: ফের মিছিল ও সভার অনুমতি নিয়ে সমস্যা। আবারও কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়ের করার অনুমতি দেন তাঁকে। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা।
আগামী ১৬ জুন নিজের বিধানসভা এলাকায় মিছিল ও সভা করতে চান শুভেন্দু। ওইদিন নন্দীগ্রামের বিধায়ক কার্যালয় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করতে চান। তারপর সভা। শুভেন্দুর দাবি, মিছিল ও সভা অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। তবে প্রশাসনের তরফে কোনও উত্তর নেই। তাই মিছিলের অনুমতি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু। বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়ের করার অনুমতি দেন তাঁকে। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা।
[আরও পড়ুন: বব কাট চুলে আত্মগরিমার পাঠ! চলে গিয়েও থেকে যাবেন দূরদর্শনের গীতাঞ্জলি]
এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার বিজেপির মিছিল ও সভার অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়। বারবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের দ্বারস্থও হন শুভেন্দু। আদালতের হস্তক্ষেপে মিছিলের অনুমতিও পান। এবার দেখার নন্দীগ্রামের সভার ভবিষ্যৎ কী হয়। আগামিকাল অর্থাৎ শুক্রবারই হয়তো মামলার শুনানি হতে পারে।