সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বিজয়া' সিরিজে রণং দেহি মায়ের চরিত্রে ধরা দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এবার ফের সায়ন্তন ঘোষালের হাত ধরে এক মায়ের কঠিন লড়াইয়ের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী। ছবির নাম 'অশনি'। কলকাতার প্রেক্ষাপটে এক বাঘিনী মায়ের গল্প বুনেছেন পরিচালক। যেখানে দেখা যাবে বিশ্বাসঘাতকদের শত ষড়যন্ত্রের মাঝেও কীভাবে মেয়েকে নিয়ে বেঁচে রয়েছে পূর্বা ওরফে স্বস্তিকা?
অতীতের কালো ছায়া পেরিয়ে যখন মেয়েকে বুকে আঁকড়ে সবে সংসারে সুখের মুখ দেখেছিল পূর্বা, ঠিক সেসময়েই দুবৃত্ত, স্বার্থান্বেষীদের কুনজর পড়ে মা-মেয়ের উপর। পাশাপাশি গোদের উপর বিষফোঁড়ার মতো ফের তাড়া করে পূর্বার অতীত। যা কিনা প্রাণপনে আড়ালে রাখতে চেয়েছে সে। অতীতের সেই কালছায়া, বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রের মাঝে নিজের লক্ষ্যে কি শেষ পর্যন্ত পৌঁছতে পারবে সর্বহারা পূর্বা? বড়পর্দায় সেই গল্প বলবেন সায়ন্তন ঘোষাল এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের 'অশনি'। বিজয়ার পর আরও একবার সায়ন্তনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জানা গিয়েছে, রহস্য রোমাঞ্চে ভরপুর হতে চলেছে এই ছবি। স্বস্তিকার মেয়ের ভূমিকায় থাকছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। জানা গিয়েছে, কলকাতার বিভিন্ন প্রান্তে 'অশনি'র শুটিং হয়েছে। সিনেমায় স্বস্তিকা এবং দিতিপ্রিয়া ছাড়াও কাস্টিংয়ে চমক রয়েছে! অভিনয় করেছেন শিলাজিৎ, সত্যম ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী-সহ অনেকে। গল্প এবং চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক তথা চিকিৎসক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গীতের দায়িত্বে রানা মজুমদার। সব ঠিক থাকলে পঁচিশ সালের মাঝামাঝি মুক্তি পাবে 'অশনি'।
ইন্ডাস্ট্রিতে দুদশক পার। একের পর এক ঝাঁজালো চরিত্রে দর্শক-অনুরাগীদের মন্ত্রমুগ্ধ করে দিচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। চব্বিশ সালেও মুক্তি পেয়েছে তাঁর একাধিক সিনেমা। টলিউডের পাশাপাশি তিনি বর্তমানে বলিউডেও ব্যস্ত। কলকাতা টু মুম্বই দৌড় লেগেই থাকে তাই। সোমবার নতুন সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে কৌতূহল বাড়ালেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সেই ঝলকেই আন্দাজ পাওয়া গেল যে এবারেও স্বস্তিকার 'পাওয়ার প্যাকড পারফরম্যান্স' দেখার সুযোগ পারেবন দর্শকরা।
