ভারত- ২০ ওভারে ১৯০/৬ (কার্তিক ৪৮, কোহলি ৩৯, জেরোম টেলর ৩১/২)
ওয়েস্ট ইন্ডিজ- ১৮.৩ ওভারে ১৯৪/১ (এভিন লুইস ১২৫*, স্যামুয়েলস ৩৬*, কুলদীপ যাদব ৩৪/১)
ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাচ ফেললে ম্যাচ তো হারতেই হবে। বাইশ গজের বহুল প্রচলিত কথাটি ফের একবার সত্যি প্রমাণিত হল সাবাইনা পার্কে। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে কোহলিদের ন’উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। একপেশে ম্যাচে জয়ের নায়ক কিন্তু ক্রিস গেইল, মার্লন স্যামুয়েলস কিংবা কায়রন পোলার্ড নন, ২৫ বছর বয়সি এভিন লুইস। যিনি একা হাতে বধ করলেন ভারতের বোলিং লাইন আপকে। করলেন ৬২ বলে ১২৫ (অপরাজিত) রান। মারলেন ৬টি চার ও ১২টি ছয়। যার ফলে ৯ বল বাকি থাকতেই ১৯১ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।
[সিকিম সীমান্ত থেকে এখনই সেনা সরাচ্ছে না ভারত]
ইংল্যান্ডে চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে যে পরিমাণ দর্শক হয়েছিল, ভারত-ওয়েস্ট ইন্ডিজের গোটা সিরিজেও তত সংখ্যক লোক হয়নি। কিন্তু ওয়ানডে সিরিজের সঙ্গে টি-টোয়েন্টির দলের মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাত। ওয়ানডে সিরিজে ছিলেন না গেইলরা। আর তার উপর ম্যাচের আগেই দর্শকদের আনন্দ দেওয়ার কথা জানিয়েছিলেন। যদিও ম্যাচে তেমন কিছু করতে পারেননি। তার বদলে দেখলেন স্বদেশীয় লুইসের চার-ছয়ের ফুলঝুড়ি। ভারতের দেওয়া ১৯১ রানের লক্ষ্যমাত্রায় লুইসের সৌজন্যেই সহজে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই নিয়ে টি-টোয়েন্টি কেরিয়ারে দু’টি শতরান করে ফেললেন এভিন লুইস। আগেরটিও ছিল ভারতের বিরুদ্ধেই। উলটোদিকে এদিন ওয়েস্ট ইন্ডিজের একমাত্র উইকেটটি পড়ে গেইলের(১৮)। তবে শেষ পর্যন্ত লুইসকে সঙ্গত দেন তিন নম্বরে ব্যাট করতে নামা মার্লন স্যামুয়েলস(৩৬)।
এদিন মোট পাঁচ বোলারে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। কিন্তু ভুবনেশ্বর বাদে কেউই তেমন প্রভাব ফেলতে পারেননি। চার ওভারে অশ্বিন দিলেন ৩৯ রান। শামি তো কোটাই পূর্ণ করতে পারলেন না। তিন ওভারে দিলেন ৪৬ রান। একটি উইকেট পেলেও চার ওভারে ৩৪ রান দিয়ে বসেন কুলদীপ যাদব। শুধু ক্যাচ মিস নয়, বেশ কয়েকটি স্ট্যাম্পিংয়ের সুযোগও মিস হয়। কেবল লুইসেরই দু’টি ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডাররা। ফলে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে হার দিয়েই ক্যারিবিয়ান সফর শেষ করলেন বিরাটরা।
[সর্বনাশ! ফাঁস হল ১২ কোটি Jio গ্রাহকের আধার নম্বর!]
এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। প্রত্যাশামতোই ওপেনিংয়ে নামেন বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান জুটি। শুরুটাও হয় বিস্ফোরক। প্রথম পাঁচ ওভারে আসে ৫৪ রান। একটা সময় যখন মনে হয়েছিল ভারতের রান অতি সহজেই ২০০ ছাড়িয়ে যাবে তখনই আউট হন বিরাট (৩৯) ও ধাওয়ান (২৩)। একই ওভারে দুই ওপেনার ফিরতেই রানের গতিবেগ কমে যায়। ওয়ান ডে সিরিজে ব্রাত্য থাকার পর এদিন কেরিয়ারের দ্বিতীয়টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান ঋষভ পন্থ। আর সুযোগটিকে কাজেও লাগালেন তিনি। নিজে ৩৮ রান করার পাশাপাশি দীনেশ কার্তিকের(৪৮) সঙ্গে মিলে জুড়লেন ৮৬ রান। শেষদিকে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২) ও কেদার যাদব (৪) ব্যর্থ হলেও রবীন্দ্র জাদেজা(১৩) ও অশ্বিন(১১) দলের রান ১৯০ এর ঘরে পৌঁছে দেন। শেষপর্যন্ত অবশ্য এই রানটা ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথে কোনও বাধা হয়ে উঠতে পারল না।
[‘জঙ্গি’ বুরহানকে সমর্থন করায় পাকিস্তানকে তুলোধোনা ভারতের]
এদিকে, রবিবারই আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ জনের দল বেছে নিলেন নির্বাচকরা। দ্বীপরাষ্ট্রে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বিরাটরা। এদিন ঘোষিত ১৬ জনের দল থেকে বাদ পড়েছেন করুণ নায়ার। তাঁর জায়গায় এসেছেন রোহিত শর্মা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক ঘটা কুলদীপ যাদবকে দলে রাখা হয়েছে। বাংলা থেকে ভারতীয় দলে জায়গা পেয়েছেন ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি। টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতে বিশ্ব ক্রমতালিকায় বর্তমানে এক নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। তাই এক বছর পর বিদেশের মাটিতে টেস্ট খেলতে গেলেও জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতীয় দল।
এক নজরে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ১৬ জনের দলে কারা কারা রয়েছেন:
বিরাট কোহলি(অধিনায়ক), মুরলি বিজয়, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, অভিনব মুকুন্দ, হার্দিক পাণ্ডিয়া, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার) রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা এবং কুলদীপ যাদব।
The post লুইস ঝড়ে টি-টোয়েন্টি ম্যাচে উড়ে গেলেন কোহলিরা appeared first on Sangbad Pratidin.