সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় পুরস্কারজয়ী আর্ট ডিরেক্টর নীতীন দেশাইয়ের মৃত্যুর রেশ এখনও কাটেনি। এর মধ্যেই তামিল অভিনেতা মোহনের (Tamil actor Mohan) মৃত্যু ঘিরে চাঞ্চল্য দাক্ষিণাত্যের চলচ্চিত্র জগতে। কমল হাসানের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন মোহন। মাদুরাইয়ের রাস্তার পাশে তাঁর মৃতদেহ উদ্ধার হয় বলে খবর।
‘আপ্পু রাজা’ সিনেমায় কমল হাসানের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন মোহন। তারপর ‘নান কাদাভুল’, ‘অথিসায়া মণিথারগাল’-এর মতো একাধিক সিনেমায় পার্শ্ব অভিনেতা হিসেবে কাজ করেছেন। কিন্তু ষাট বছরের অভিনেতার বেশিদিন কাজ জোটেনি। গ্ল্যামার জগতে টিকতে না পেরে গ্রামের বাড়িতে তিনি ফিরে গিয়েছিলেন।
[আরও পড়ুন: ‘ED ডাকবে না’! কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারিতে নুসরতের পাশে স্বামী যশ]
শোনা যায়, গ্রামের বাড়িতে গিয়ে মোহনের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়। খুবই কষ্টে দিন দিন কাটাচ্ছিলেন। তবে কী কারণে অভিনেতার মৃত্যু? তিনি কি আত্মহত্যা করেছেন? এই প্রশ্নের উত্তর জানা যায়নি। আপাতত স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে মোহনের দেহ। ময়নাতদন্তের পর অভিনেতার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
এদিকে, ‘লগান’, ‘যোধা আকবর’ খ্যাত আর্ট ডিরেক্টর নীতীন দেশাইয়ের ময়নাতদন্তের রিপোর্টে, ২৫২ কোটি টাকা ঋণের বোঝায় জর্জরিত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যাকেই মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। বুধবার আত্মহত্যার আগে ১১টি অডিও মেসেজ রেকর্ড করেছিলেন নীতীন। সেই অডিও রেকর্ডার ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বিধানসভায় নীতীন দেশাইয়ের মৃত্যুর নেপথ্যে ঋণদাতা সংস্থা এডেলওয়েসিস অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। নীতীনের আর্থিক উপদেষ্টাকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়। তারপর ঋণদাতা সংস্থার ৫ জনের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।